বড় ধরনের আয় করেছে সী পার্ল
![বড় ধরনের আয় করেছে সী পার্ল](https://stocknewsbd.s3.ap-southeast-1.amazonaws.com/7007/sea-pearl-2019052109070020230417130027.jpg)
চলতি অর্থবছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারের তালিকাভুক্ত রয়েল টিউলিপ সী পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। এই প্রান্তিকে বড় ধরনের আয় করেছে সেবা খাতের এই কোম্পানি।আজ সোমবার (১৭ এপ্রিল) সী পার্লের পরিচালনা পর্ষদ সভায় আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়।কোম্পানি সূত্রে জানা গেছে, সমাপ্ত প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয় ৩ টাকা ১৩ পয়সা। যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৩৫ পয়সা। অর্থাৎ আগের অর্থবছরের একই সময়ের চেয়ে আয় বেড়েছে প্রায় নয়গুণ।অপরদিকে, ৯ মাসে (জুলাই,২২-মার্চ,২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৬ টাকা ৬৩ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা ০৭ পয়সা।এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ১৭ টাকা ২৮ পয়সা।আজ সোমবার ডিএসইতে ৯ টাকা ১০ পয়সা দর বেড়ে প্রতিটি শেয়ার সর্বশেষ লেনদেন হয় ২৮৫ টাকা ৬০ পয়সায়।