বড় আতঙ্কের মধ্যেও শেয়ারবাজারে উত্থানের সুবাতাস

Date: 2024-01-21 00:00:07
বড় আতঙ্কের মধ্যেও শেয়ারবাজারে উত্থানের সুবাতাস
ফ্লোর প্রাইস প্রত্যাহারের প্রথম কর্মদিসব আজ রোববার (২১ জানুয়ারী) শেয়ারবাজারে স্বরণকালের ধস দেখা গেছে। এদিন লেনদেনের শুরুতে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ২১৫ পয়েন্ট উধাও হয়ে যায়। এই সময়ে বিনিয়োগকারীদের মধ্যে বড় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মার্জিন ঋণ নেওয়া বিনিয়োগকারীরা এই সময়ে মুষড়ে পড়েন।তবে বেলা যতোই বাড়ছিল, সুচকের পতন ততো নেমে আসছিল। এই সময়ে বড় ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা কিছুটা সক্রিয় হয়ে উঠে। ফলে বাজারে সেল প্রেসারের বিপরীতে বাই প্রেসার বাড়তে থাকে। পাশাপাশি সূচকের পতনের পরিমাণও কমতে থাকে।বাজার বিশ্লেষণে দেখা যায়, লেনদেন শুরুর ৫ মিনিটের মধ্যে ফ্লোর প্রাইস থেকে ফেরা প্রায় সব কোম্পানির শেয়ারে বড় ধস নামে। এই সময়ে ফ্লোর প্রাইস থেকে ফেরা কোম্পানির সিংহভাগ শেয়ার ক্রেতাশুন্য হয়ে পড়ে।অন্যদিকে, ফ্লোর প্রাইস থেকে ফেরা কোম্পানির ধসের চাপে ফ্লোরের ওপরে থাকা কোম্পানির শেয়ারেও পতনের বড় ধাক্কা দেখা যায়। এই সময়ে লেনদেন হয় ৩২২টি কোম্পানির শেয়ার। যার মধ্যে ৩২০টির দামই পড়ে যায়। মাত্র দুটি কোম্পানির শেয়ার আগের দিনের চেয়ে সামান্য ওপরে লেনদেন হয়।বাজার সংশ্লিষ্টরা বলছেন, ফ্লোর প্রাইসে ফেরা কোম্পানির শেয়ারদর আগামী এক-দুদিনও চাপে থাকেতে পারে। তবে সূচক পতনের পরিমাণ তেমন বড় কিছু হবে না।তাঁরা বলছেন, বড় বিনিয়োগকারী ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের চাপের মুখেই নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি ফ্লোর প্রাইস প্রত্যাহার করেছে। এখন বড় বিনিয়োগকারী ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী নিজেরাই বাজারে স্থিতিশীলতা ফেরাতে চাপের মুখে থাকবে। তাদের বাজার ঠিক রাখতে আরও সক্রিয় হতে হবে।এছাড়া, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা এতোদিন দেশি-বিদেশি বিনিয়োগ আনার ক্ষেত্রেও নির্লিপ্ত ছিলেন। এখন তারা তাদের অবস্থান ঠিক রাখার জন্য দেশি-বিদেশি বিনিয়োগ আনতে বেশি তৎপর হবেন-এমনটাই দাবি করেছেন বাজার সংশ্লিষ্টরা।রোববারের বাজার বিশ্লেষণআজ দিনশেষে ডিএসইর প্রধানসূচক ডিএসইএক্স ৯৬.৫০ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৪০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৪.১২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৭৪.১৬ পয়েন্টে। তবে ডিএস৩০ সূচক বেড়েছে। এটি ৭.৪৭ পয়েন্টবেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৩৭.১৮ পয়েন্টে।আজ ডিএসইতে ৩৮৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৪টির, কমেছে ২৯৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির।অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ১২ কোটি ৭৪ লাখ ৮ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ১৩ কোটি ৫৪ লাখ ২৫ হাজার টাকার শেয়ার ও ইউনিট।আজ সিএসইতে ২১৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪১টির, কমেছে ১৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টি প্রতিষ্ঠানের।আগের দিন সিএসইতে ২০১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার মধ্যে দর বেড়েছিল ৬৫টির, কমেছিল ৬০টির এবং অপরিবর্তিত ছিল ৭৬টি প্রতিষ্ঠানের।

Share this news