বোর্ড সভার তারিখ জানাল সাত কোম্পানি

Date: 2024-01-22 08:00:23
বোর্ড সভার তারিখ জানাল সাত কোম্পানি
শেয়ারবাজারে তালিকাভুক্ত সাত কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। সভায় কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর’২৩) আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।কোম্পানিগুলো হলো- আরামিট সিমেন্ট, আরামিট, এস্ক্যয়ার নিট কম্পোজিট, এস.আলম কোল্ড, ইউনিক হোটেল, এমবি ফার্মা ও ন্যাশনাল টি কোম্পানি।কোম্পানিগুলোর মধ্যে এস.আলম কোল্ডের বোর্ড সভা আগামী ২৩ জানুয়ারি, আরামিট সিমেন্ট ও আরামিটের বোর্ড সভা ২৫ জানুয়ারি, ন্যাশনাল টির বোর্ড সভা ২৭ জানুয়ারি, এমবি ফার্মার বোর্ড সভা ২৮ জানুয়ারি এবং এস্ক্যয়ার নিট কম্পোজিট ও ইউনিক হোটেলের বোর্ড সভা ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

Share this news