বৈশ্বিক পুঁজিবাজারে মিশ্র প্রবণতা
গত সপ্তাহে বৈশ্বিক পুঁজিবাজারে মিশ্র প্রবণতা পরিলক্ষিত হয়েছে। গত শুক্রবার ইউরোপ ও এশিয়া অঞ্চলের বেশির ভাগ পুঁজিবাজারই পয়েন্ট হারিয়েছে। অন্যদিকে আগের সপ্তাহের নিম্নমুখিতা কাটিয়ে ইতিবাচক ধারায় ফিরেছে যুক্তরাষ্ট্রের পুঁজিবাজার। পাশাপাশি মধ্যপ্রাচ্যের প্রধান পুঁজিবাজারগুলোও ঊর্ধ্বমুখী প্রবণতায় সপ্তাহ শেষ করেছে।গত শুক্রবার যুক্তরাষ্ট্রের ডাও জোনস ইন্ডাস্ট্রিয়াল এভারেজ সূচক ২ দশমিক ৪৭ শতাংশ বা ৭৪৯ পয়েন্ট বেড়েছে। একই সময়ে দেশটির এসঅ্যান্ডপি ৫০০ সূচক ২ দশমিক ৩৭ শতাংশ বা ৮৭ পয়েন্ট ও নাসডাক সূচক ২ দশমিক ৩১ শতাংশ বা ২৪৫ পয়েন্ট বেড়েছে। যুক্তরাষ্ট্রের পাশাপাশি এ অঞ্চলের পেরু, ব্রাজিল, মেক্সিকো, কানাডা, আর্জেন্টিনা, কলম্বিয়া ও চিলির পুঁজিবাজারে পয়েন্ট যোগ হয়েছে। অন্যদিকে এ সময়ে নিম্নমুখী ছিল ভেনেজুয়েলার পুঁজিবাজার।ইউরোপের অন্যতম পুঁজিবাজার যুক্তরাজ্যের এফটিএসই ১০০ সূচক গত শুক্রবার ২৬ পয়েন্ট বেড়েছে। এ সময়ে জার্মানির ব্লুচিপ সূচক ডিএএক্স ৩৬ দশমিক ৫১ পয়েন্ট কমেছে। একই সময়ে ফ্রান্সের সিএসি ৪০ সূচক কমেছে ৫১ দশমিক ৫১ পয়েন্ট। এছাড়া ডেনমার্ক, পোল্যান্ড, ফিনল্যান্ড, সুইজারল্যান্ড, হাঙ্গেরি, স্পেন, নরওয়ে, ইতালি, অস্ট্রিয়া, সুইডেন ও আয়ারল্যান্ডের পুঁজিবাজার পয়েন্ট হারিয়েছে। অন্যদিকে ঊর্ধ্বমুখী ছিল গ্রিস, নেদারল্যান্ডস, বেলজিয়াম, লুক্সেমবার্গ ও পর্তুগালের পুঁজিবাজার।গত শুক্রবার ইউরোপের পাশাপাশি এশিয়ার অধিকাংশ পুঁজিবাজারেও নিম্নমুখিতা পরিলক্ষিত হয়েছে। এশিয়ার অন্যতম প্রধান পুঁজিবাজার জাপানের নিক্কেই ২২৫ সূচক এদিন দশমিক ৪৩ শতাংশ বা ১১৬ দশমিক ৩৮ পয়েন্ট কমেছে। ভিয়েতনামের হ্যাং সেং সূচক দশমিক ৪২ শতাংশ বা ৬৯ দশমিক ১০ পয়েন্ট হারিয়েছে। অন্যদিকে ভারতের বিএসই সেনসেক্স সূচক দশমিক ১৮ শতাংশ বা ১০৪ দশমিক ২৫ পয়েন্ট ও চীনের সাংহাই সূচক দশমিক ১৩ শতাংশ বা ৩ দশমিক ৮৮ পয়েন্ট বেড়েছে। এছাড়া এ সময়ে হংকং, পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও লাওসের পুঁজিবাজার ছিল ঊর্ধ্বমুখী। দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, অস্ট্রেলিয়া, নিউজল্যান্ড, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ফিলিপাইন ও শ্রীলংকার পুঁজিবাজার এ সময় পয়েন্ট হারিয়েছে।গত শুক্রবার মধ্যপ্রাচ্যের প্রধান পুঁজিবাজারগুলো ছিল ঊর্ধ্বমুখী। এ সময় সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, সৌদি আরব ও কাতারের পুঁজিবাজারে পয়েন্ট যোগ হয়েছে। অন্যদিকে পয়েন্ট হারিয়েছে বাহরাইন, জর্ডান, ওমান, লেবানন ও মরক্কোর পুঁজিবাজার।বিশ্লেষকরা বলছেন, এরই মধ্যে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ কয়েক দফা সুদের হার বাড়িয়েছে। এতে দেশটির প্রবৃদ্ধির গতি শ্লথ হয়ে পড়েছে। এ অবস্থায় সামনের মাসে সুদের হার বাড়ানোর ক্ষেত্রে কিছুটা রক্ষণশীল নীতি অনুসরণ করা হতে পারে বলে মনে করছেন ওয়াল স্ট্রিট সংশ্লিষ্টরা। এতে দেশটির পুঁজিবাজারে ইতিবাচক প্রবণতা দেখা গেছে। কোনো দেশের প্রধানমন্ত্রীর পদ শূন্য হলে পুঁজিবাজারে ইতিবাচক প্রবণতা পড়ার কথা না। কিন্তু যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী লিজ ট্রাসের সময়ে দেশটির অর্থনীতি এতটাই বিশৃঙ্খল হয়ে পড়েছিল যে তার পদত্যাগের খবরে দেশটির পুঁজিবাজারে ইতিবাচক প্রবণতা দেখা গেছে। জাপান সরকার ও কেন্দ্রীয় ব্যাংক ইয়েনের দরপতন ঠেকাতে হস্তক্ষেপ করতে পারে এমন গুঞ্জনের কারণে দেশটির পুঁজিবাজার গত শুক্রবার কিছুটা ইতিবাচক আচরণ করেছে। যদিও এ বিষয়ে দেশটির কর্তৃপক্ষের কাছ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।দেশের পুঁজিবাজার পরিস্থিতি: গত সপ্তাহে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের সপ্তাহের তুলনায় ১০১ দশমিক ৯৫ পয়েন্ট বা ১ দশমিক ৫৭ শতাংশ কমেছে। সূচকটির বর্তমান অবস্থান ৬ হাজার ৩৯২ পয়েন্টে। আগের সপ্তাহ শেষে যা ছিল ৬ হাজার ৪৯৪ পয়েন্টে।