বন্ধ সেন্ট্রাল ফার্মার দর সাত বছরের মধ্যে সর্বোচ্চ

Date: 2023-12-11 08:00:07
বন্ধ সেন্ট্রাল ফার্মার দর সাত বছরের মধ্যে সর্বোচ্চ
বন্ধ কোম্পানি সেন্ট্রাল ফার্মার শেয়ারদর পাঁচ সপ্তাহে দ্বিগুণ হয়েছে। গতকাল রোববার শেয়ারটির দর উঠেছে ২৪ টাকা ৩০ পয়সা। গত ১ নভেম্বরও শেয়ারটি মাত্র ১১ টাকায় কেনাবেচা হয়। এ দর ২০১৭ সালের ফেব্রুয়ারির পর সর্বোচ্চ। মালিকানা বদলের খবরে ওই সময় শেয়ারটির দর ৩৩ টাকা পর্যন্ত দরে কেনাবেচা হয়েছিল। তবে শেষ পর্যন্ত মালিকানা বদল হয়নি। পরে শেয়ারটির দর ৯ টাকায় নেমে আসে।এবারের দরবৃদ্ধির নেপথ্যে মালিকানা বদলের গুঞ্জন রয়েছে বলে জানিয়েছেন শেয়ারবাজার সংশ্লিষ্ট সূত্র। তবে দরবৃদ্ধির কারণ জানতে চেয়ে গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চিঠির জবাবে কোম্পানিটি বলেছে, দর বাড়তে পারে– এমন কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য তাদের কাছে নেই।গত বৃহস্পতিবার ডিএসইর ওয়েবসাইটে এমন তথ্য প্রকাশের পর গতকাল সেন্ট্রাল ফার্মার শেয়ারদর দিনের সার্কিট ব্রেকার নির্ধারিত সর্বোচ্চ দরে কেনাবেচা হয়েছে। এর আগে কোম্পানিটির বহিঃনিরীক্ষক প্রতিষ্ঠান পর্যবেক্ষণ দিয়েছে, ১১২ কোটি টাকা পরিশোধিত মূলধনের এ কোম্পানিটির পুঞ্জীভূত লোকসান ১০৪ কোটি টাকা ছাড়িয়েছে। কোম্পানিটি আর্থিক প্রতিবেদনে কর দায় ২৮ কোটি টাকা দেখালেও এনবিআরের দাবি প্রায় ৯৯ কোটি টাকা। ভ্যাট কর্তৃপক্ষ থেকেও ২৩ কোটি টাকার ভ্যাট ও জরিমানার দাবি অপরিশোধিত রয়েছে। উপরন্তু জনতা ব্যাংকের প্রায় ২৭ কোটি টাকার ঋণ খেলাপি। এমন অবস্থায় কোম্পানিটির টিকে থাকা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে নিরীক্ষক প্রতিষ্ঠান।সেন্ট্রাল ফার্মা ছাড়াও গতকাল এমবি ফার্মা, বিডি থাই অ্যালুমিনিয়াম এবং ফু-ওয়াং সিরামিক কোম্পানির শেয়ার এবং তিন মেয়াদি মিউচুয়াল ফান্ড দিনের সার্কিট ব্রেকার নির্ধারিত সর্বোচ্চ দরে কেনাবেচা হয়। মিউচুয়াল ফান্ডগুলো হলো– প্রাইম ফাইন্যান্স প্রথম, ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ এবং ক্যাপিটেক ইসলামী ব্যাংক। কিছু শেয়ার ও মিউচুয়াল ফান্ড সার্কিট ব্রেকারের সর্বোচ্চ দরে কেনাবেচা হলেও এ দিন ফ্লোর প্রাইসের ওপরে থাকা বেশির ভাগ শেয়ার দর হারিয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসইতে তালিকাভুক্ত ৩৯২ শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ৩২৯টির কমবেশি কেনাবেচা হয়েছে। ক্রেতার অভাবে ৬৩টির কোনো লেনদেন হয়নি। লেনদেন হওয়া শেয়ারগুলোর মধ্যে দর বেড়েছে ৫৫টির, কমেছে ১০০টির এবং বাকি ১৭৪টি ফ্লোর প্রাইসে কেনাবেচা হয়েছে।গতকাল ৯ শতাংশের ওপর দর হারিয়ে দরপতনের শীর্ষে ছিল শমরিতা হাসপাতালের শেয়ার। এ ছাড়া ৭ শতাংশের ওপর দর হারিয়ে সমতা লেদার এবং ৫ শতাংশের ওপর দর হারিয়ে এর পরের অবস্থানে ছিল জিকিউ বলপেন। মুন্নু সিরামিক, জিপিএইচ ইস্পাত এবং এমারেল্ড অয়েলের শেয়ারদর কমেছে ৪ শতাংশের বেশি।এদিকে দরের উত্থান-পতনের মধ্যে টাকার অঙ্কে ডিএসইর এক দিনের লেনদেন ফের ৫০০ কোটি টাকা ছাড়িয়েছে। গতকাল কেনাবেচা হওয়া সব শেয়ারের মূল্য ছিল প্রায় ৫৩৪ কোটি টাকা, যা গত ২৬ নভেম্বরের পর সর্বোচ্চ। একক কোম্পানি হিসেবে সেন্ট্রাল ফার্মাই সাড়ে ৩৩ কোটি টাকার শেয়ার লেনদেন নিয়ে ছিল সর্বোচ্চে।

Share this news