বন্ড ইস্যুতে বিএসইসির সম্মতি পেল বেক্সিমকো

Date: 2024-04-03 17:00:09
বন্ড ইস্যুতে বিএসইসির সম্মতি পেল বেক্সিমকো
শেয়ারবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি লিমিটেডকে (বেক্সিমকো) ফার্স্ট আনসিকিউরড জিরো কুপন বন্ড ইস্যুর সম্মতি দিয়েছে বিএসইসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র জানায়, ২ হাজার ৬২৫ কোটি টাকা মূল্যের বন্ডটি হবে আন-সিকিউরড, নন-কনভার্টিবল এবং রিডেম্বল বেক্সিমকো ফাস্ট জিরো কুপন বন্ড। এর ডিসকাউন্ট রেট ১৫ শতাংশ। যা প্রাইভেট প্লেসমেন্ট এর মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের নিকট ইস্যু করা হবে।বন্ডটির প্রতি লটের ইস্যু মূল্য ৫০ হাজার টাকা। বন্ডটি থেকে অর্থ উত্তোলনের মাধ্যমে ব্যাংক ঋণ পরিশোধ এবং মায়ানগর প্রকল্পের উন্নয়নের জন্য ব্যয় করবে বেক্সিমকো।বন্ডটির ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স এবং অ্যারেঞ্জার হিসেবে কাজ করবে আইএফআইসি ইনভেস্টমেন্ট লিমিটেড।

Share this news