ব্লকের সুবিধা টেনে ধরছে মূল বাজারকে

Date: 2023-03-23 14:00:19
ব্লকের সুবিধা টেনে ধরছে মূল বাজারকে
ফ্লোর প্রাইসে বেশিরভাগ কোম্পানির শেয়ার আটকে থাকায় শেয়ারবাজারে ক্রমাগত কমতে শুরু করেছে লেনদেন। লেনদেনে গতি ফেরাতে এবং যাদের বেশি প্রয়োজন সেই সকল বিনিয়োগকারীদের সুবিধার্থে ব্লক মার্কেটে ১০ শতাংশ কমে শেয়ার লেনদেনের সুযোগ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।কিন্তু সেই সুযোগকে পৌষ মাস হিসেবে ব্যবহার করছেন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা। তারা মূল মার্কেটে সক্রিয় না হলেও ব্লকে ১০ শতাংশ কম দামে শেয়ার কেনার জন্য খাপ্টি মেরে বসে আছে। দীর্ঘদিন ফ্লোর প্রাইসে আটকে থেকে বিরক্ত হয়ে লোকসানে শেয়ার বিক্রি করছেন। অন্যদিকে এই সুযোগটিই কাজে লাগিয়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা কম দামে শেয়ার হাতিয়ে নিচ্ছেন। যার কারণে মূল মার্কেটে যে কোম্পানির শেয়ার নামে মাত্র লেনদেন হয়, ঠিক সেই একই কোম্পানির শেয়ার ব্লকে লেনদেন হয় কয়েকশ গুণ বেশি।বিনিয়োগকারীরা বলছেন, প্রাতিষ্ঠানকি বিনিয়োগকারীরা একদিকে ব্লকে শেয়ার কেনার জন্য বসে থাকে। অন্যদিকে ব্লক মার্কেটে কমদামে শেয়ারগুলো মূল মার্কেটে বিক্রির প্রেসার দিয়ে থাকে। যার কারণে দিনের পর দিন শেয়ারবাজারে সেল প্রেসারের কারণে ক্রেতা শূণ্য থাকে। এতে করে বাজারে চিত্র কোনভাবেই পরিবর্তন হচ্ছেনা।প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাদের এমন সেচ্ছাচারিতা শেয়ারবাজরকে সামনের দিকে আগাতে দিচ্ছেনা। তারা বাজারকে সাপোর্ট দেওয়ার বদলে বাজারকে পেছনের দিকে টেণে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছে। যার কারণে সাধারণ বিনিয়োগকারীদের ইচ্ছা থাকলেও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অনিচ্ছার কারণে বাজারে পতন লেগেই আছে।তাই ব্লক মার্কেটে ১০ শতাংশ কম দামে শেয়ার কেনা বেচা বন্ধ না করলে বাজারে সেল প্রেসার টানা লেগেই থাকবে বলে মনে করছেন শেয়ারবাজার সংশ্লিষ্টরা। বিষয়টিতে নিয়ন্ত্রক সংস্থার নজর দেওয়ার সময় এসছে বলে মনে করছেন বিনিয়োগকারীরা।এই বিষয়ে কুমিল্লা থেকে শেয়ারনিউজকে ফোন করে এনসিসি ব্রোকারেজের অভিজ্ঞ বিনিয়োগকারী আনোয়ারুজ্জামান সুমন বলেন, ফ্লোর প্রাইস থেকে ১০ % কমে ব্লকে শেয়ার কেনা বেচা বিশেষ একটি চক্রকে সুবিধা দেয়া। সেই চক্রের ধারণকৃত শেয়ার পুনরায় ফ্লোর প্রাইস এ বিক্রির আদেশ দিয়ে বাজারে কৃত্রিম সেল প্রেসার তৈরি করছে । যা সরকারের সহায়তায় কমিশনের দেয়া বিভিন্ন সময়ের সব প্রনোদনা এবং বিনিয়োগ বাড়ানোর জন্য দেশ বিদেশের সকল রোডশো বাস্তবায়নের পরও আশানুরূপ একটি লেনদেন হবার জন্য বিরাট বাধা হয়ে দাড়িয়েছে।এভাবে চলতে থাকলে আস্তে আস্তে করে আগামীতে মোট লেনদেন ১০০ কোটির নীচে নামার সম্ভাবনাকে একবারে উড়িয়ে দেওয়া যায় না। তাই সাধারণ বিনিয়োগকারীদের কথা চিন্তা করে এসকল বিনিয়োগকারীদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া দাবি জানান এই শেয়ারবাজার বিশ্লেষক।

Share this news