ব্লকে চমক দেখালো বেক্সিমকো ফার্মা

Date: 2023-02-23 04:00:19
ব্লকে চমক দেখালো বেক্সিমকো ফার্মা
শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মূল মার্কেটে তেমন দাপট না থাকলেও ব্লকে দেখিয়েছে চমক। যেখানে মূল মার্কেটে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে মাত্র ৯ লাখ টাকার। সেখানে ব্লক মার্কেটে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে প্রায় পাঁচ কোটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, আজ ব্লক মার্কেটে মোট ৩২ কোটি ৭৮ লাখ ৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মার।সর্বশেষ আজ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৪৬ টাকা ২০ পয়সায়। শেয়ার দর অনুযায়ী কোম্পানিটির পিই রেশিও অবস্থান করছে ১২.১৪।সর্বশেষ দুই প্রান্তিকে (জুলাই-ডিসেম্বর ২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ০২ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৭ টাকা ১২ পয়সায়। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৯৩ টাকা ৫২ পয়সা।

Share this news