ব্লকে চার কোম্পানির বড় লেনদেন
![ব্লকে চার কোম্পানির বড় লেনদেন](https://stocknewsbd.s3.ap-southeast-1.amazonaws.com/6079/11111-%281%29-%281%29-%281%29-%281%29-%281%29-%281%29-%281%29-%281%29-%281%29-%281%29-%281%29-%281%29-%282%29-%281%29-%281%29-%281%29-%281%29.jpg)
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৪৩টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট ১০৮ কোটি ৩৩ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে চার কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।আজ ব্লক মার্কেটে বড় লেনদেন করা চার কোম্পানির মধ্যে রয়েছে বেক্সিমকো গ্রীন শুকুক, বেক্সিমকো ফার্মা, বিকন ফার্মা এবং সি পার্ল হোটেল। আজ এই চার কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ৯১ কোটি ২৩ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৭৪ শতাংশ।জানা গেছে, এই চার কোম্পানির মধ্যে বেক্সিমকো গ্রীন শুকুকের ৪০ কোটি ৬৫ লাখ ৫৫ হাজার, বেক্সিমকো ফার্মার ৪০ কোটি ৬৩ লাখ ৭৮ হাজার, বিকন ফার্মার ৫ কোটি ৬০ লাখ ৯৮ হাজার এবং সি পার্ল হোটেলের ৪ কোটি ৩৩ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে স্কয়ার ফার্মার ৩ কোটি ৬৪ লাখ ৯ হাজার, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ২ কোটি ৪৪ লাখ ৯৫ হাজার, সানলাইফ ইন্সুরেন্সের ২ কোটি ১৪ লাখ ৬৫ হাজার, সালভো কেমিক্যালের ১ কোটি ৫১ লাখ ১০ হাজার, ই- জেনারেশনের ৯২ লাখ ৮ হাজার, আলহাজ টেক্সটাইলের ৭২ লাখ ৯৮ হাজার, ম্যারিকোর ৬৯ লাখ ৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।