ব্লকে ৫৭ কোটি টাকার লেনদেন

Date: 2023-04-03 01:00:16
ব্লকে ৫৭ কোটি টাকার লেনদেন
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে ৬০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এসব কোম্পানিগুলোর সর্বমোট ৫২ লাখ ৮১ হাজার ১১৬টি শেয়ার লেনদেন হয়েছে। এসব শেয়ারের আর্থিক মূল্য ৫৭ কোটি ৩৬ লাখ ৬০ হাজার টাকার বেশি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।সূত্র মতে, আজ সোমবার (৩ এপ্রিল) ব্লকে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে সি পার্ল রিসোর্টের। কোম্পানিটির ১২ কোটি ৩৪ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।তালিকার দ্বিতীয় স্থানে থাকা জেমিনি সি ফুডের ১২ কোটি ১৬ লাখ ২৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২ কোটি ৮৯ হাজার ৩৭ হাজার টাকার শেয়ার লেনদেন হওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে স্কয়ার ফার্মা।এছাড়া, ব্লকে গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- সানলাইফ ইন্স্যুরেন্স, আমরা নেটওয়ার্কস, বিকন ফার্মা, রেনেটা লিমিটেড, আলহাজ টেক্সটাইল, আইপিডিসি ফাইন্যান্স এবং গ্রামীণফোন লিমিটেড।

Share this news