ব্লকে ৫২ শতাংশ লেনদেন তিন কোম্পানির

Date: 2023-02-12 00:00:13
ব্লকে ৫২ শতাংশ লেনদেন তিন কোম্পানির
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ৫৮টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট ৪৫ কোটি ৫৯ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে তিন কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।এদিন ব্লক মার্কেটে বড় লেনদেন করা তিন কোম্পানির মধ্যে রয়েছে আলহাজ টেক্সটাইল, সি পার্ল হোটেল এবং স্কয়ার ফার্মা। এই তিন কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ২৩ কোটি ৯৭ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৫২ শতাংশ।জানা গেছে, এই তিন কোম্পানির মধ্যে এদিন আলহাজ টেক্সটাইলের শেয়ার লেনদেন হয়েছে ১৬ কোটি ৪৯ লাখ ৫১ হাজার টাকার। অন্যদিকে সি পার্ল হোটেলের শেয়ার লেনদেন হয়েছে ৪ কোটি ৩৫ লাখ ১১ হাজার টাকার এবং স্কয়ার ফার্মার ৩ কোটি ১৩ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের ১ কোটি ৯৭ লাখ ৬২ হাজার, মেট্রো স্পিনিংয়ের ১ কোটি ৭০ লাখ ২৮ হাজার, ঢাকা ইন্সুরেন্সের ১ কোটি ৬৮ লাখ ১ হাজার, ফরচুনের ১ কোটি ৪৩ লাখ ৮০ হাজার, বিডি ফাইন্যান্সের ১ কোটি ৩৭ লাখ ১ হাজার, মোজাফ্ফর হোসাইন স্পিনিংয়ের ১ কোটি ২৩ লাখ ৮৫ হাজার, এবং রেনেটা লিমিটেডের ১ কোটি ৭ লাখ ৮৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।একাধিক ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকের শীর্ষ নির্বাহীরা বলেন, বাজারের লেনদেন কয়েক কোম্পানিনির্ভর হয়ে গেছে; কারণ, এসব শেয়ারের সঙ্গে বড় বড় কিছু বিনিয়োগকারীর যুক্ততা রয়েছে। এসব বিনিয়োগকারীরা কৃত্রিমভাবে নিজেদের মধ্যে শেয়ারের হাতবদল করে লেনদেন বাড়িয়ে দেখাচ্ছে। এতে বাজারেও লেনদেন বাড়ছে। তবে তার সুফল সাধারণ বিনিয়োগকারীরা পাচ্ছেন না।শেয়ারবাজার বিশ্লেষকেরা বলছেন, শেয়ারবাজারে বেশ কিছুদিন ধরে যে মন্দাভাব চলেছে, সেই ধারা থেকে বাজার বের হতে পারছে না। এ কারণে লেনদেন কিছু কোম্পানিতে কেন্দ্রীভূত হয়ে গেছে। যেসব কোম্পানিতে কারসাজি কারকসহ বড় বিনিয়োগকারীদের অংশগ্রহণ রয়েছে লেনদেনে সেসব কোম্পানিরই আধিপত্য দেখা যাচ্ছে। এ পরিস্থিতি সার্বিকভাবে বাজারের জন্য মঙ্গলজনক নয়।

Share this news