ব্লক মার্কেটের ১৪.২২ শতাংশ লেনদেন ওষুধ ও রসায়ন খাতের দখলে

Date: 2023-12-26 00:00:14
ব্লক মার্কেটের ১৪.২২ শতাংশ লেনদেন ওষুধ ও রসায়ন খাতের দখলে
আজ ২৬ ডিসেম্বর দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসইর) ব্লক মার্কেটে অংশ নিয়েছে ৪৯টি কোম্পানি। এদিন ব্লক মার্কেটে মোট লেনদেন হয়েছে ২৬ কোটি ৭১ লাখ ৩৮ হাজার টাকার। যার ১৪.২২ শতাংশ ওষুধ ও রসায়ন খাতের ৮ কোম্পানির দখলে রয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।জানা যায়, আজ ব্লক মার্কেটে ওষুধ ও রসায়ন খাতের ৮টি কোম্পানির লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে এই ৮ কোম্পানির মোট ৩ কোটি ৮০ লাখ ১১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।ব্লক মার্কেটে ওষুধ ও রসায়ন খাতের এই ৮ কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে একমি পেস্টিসাইডসের। আজ ব্লক মার্কেটে কোম্পানিটির মোট ১ কোটি ৪৭ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।দ্বিতীয় সর্বোচ্চ ১ কোটি ৫ লাখ ১৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে স্কয়ার ফার্মার।অন্য কোম্পানিগুলোর মধ্যে- ওরিয়ন ফার্মার ৫৬ লাখ ১৭ হাজার টাকা, একমি ল্যাবরেটরিজের ১৯ লাখ ৫১ হাজার টাকা, সেন্ট্রাল ফার্মার ১৮ লাখ ৪৭ হাজার টাকা, ইবনে সিনার ৫ লাখ ৯৯ হাজার টাকা, বিকন ফার্মার ৫ লাখ ১ হাজার টাকা এবং এসিআই লিমিটেডের ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Share this news