ব্লক মার্কেটে আজও ইসলামী ব্যাংকের বড় অঙ্কের শেয়ারের হাতবদল

Date: 2023-07-09 05:00:08
ব্লক মার্কেটে আজও ইসলামী ব্যাংকের বড় অঙ্কের শেয়ারের হাতবদল
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে আজ রোববারও বড় পরিমাণ শেয়ারের হাতবদল হয়েছে। এদিন ডিএসইতে প্রায় ৮৫ কোটি টাকায় ২ কোটি ৬০ লাখ শেয়ারের হাতবদল হয়। ইসলামী ব্যাংকের বড় অঙ্কের এ লেনদেনের ওপর ভর করে আজ ডিএসইর ব্লক মার্কেটে প্রায় ১২৮ কোটি টাকার লেনদেন হয়। ব্লক মার্কেটের এ লেনদেনের কারণে ঢাকার বাজারে দিন শেষে লেনদেন ৯০০ কোটি টাকা ছাড়িয়েছে।ডিএসইর তথ্য অনুযায়ী, এর আগে গত বুধবার ডিএসইর ‘ব্লক মার্কেটে’ ইসলামী ব্যাংকের ৬০ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়, যা সংখ্যায় ছিল ১ কোটি ৮৫ লাখ। প্রতিটি শেয়ার ৩২ টাকা ৬০ পয়সায়, অর্থাৎ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বেঁধে দেওয়া ফ্লোর প্রাইসে হাতবদল হয়েছে। আজও ব্লক মার্কেটে হাতবদল হওয়া ইসলামী ব্যাংকের প্রতিটি শেয়ারের দাম ছিল ৩২ টাকা ৬০ পয়সা।বাজারসংশ্লিষ্ট একাধিক পক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমান বাজারে বেশির ভাগ কোম্পানির শেয়ার ফ্লোর প্রাইসে আটকে থাকায় বড় অঙ্কের শেয়ার লেনদেনে বড় বিনিয়োগকারীরা ‘ব্লক মার্কেট’ ব্যবহার করছেন। এর মাধ্যমে বড় প্রাতিষ্ঠানিক ও ব্যক্তি বিনিয়োগকারীরা নিজেদের মধ্যে শেয়ারের হাতবদল করেন। তাতে কৃত্রিমভাবে বাজারে লেনদেনের পরিমাণ বাড়ে।ব্লক মার্কেট ও সাধারণ বাজারের মধ্যে বড় পার্থক্য হচ্ছে, সাধারণ বাজারে ক্রেতা-বিক্রেতা ও শেয়ারের দাম বাজারের চাহিদা ও জোগানের ভিত্তিতে নির্ধারিত হয়। আর ব্লক মার্কেটে ক্রেতা-বিক্রেতা উভয়ই থাকে পূর্বপরিচিত এবং শেয়ারের দামও আগেই ঠিক করা থাকে। শুধু ব্লক মার্কেটে লেনদেনের মাধ্যমে শেয়ার হাতবদলের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।সংশ্লিষ্ট একাধিক পক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, সম্প্রতি ব্লক মার্কেটে হাতবদল হওয়া ইসলামী ব্যাংকের এসব শেয়ার ব্যাংকটির মালিকানায় থাকা চট্টগ্রামভিত্তিক প্রতিষ্ঠানের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে হাতবদল হয়েছে। ফলে এসব শেয়ারের হাতবদল বাজারের লেনদেন বাড়াতে সহায়তা করলেও শেয়ারের সুবিধাভোগীদের মধ্যে বড় ধরনের কোনো পরিবর্তন হয়নি।ডিএসইর হিসাবে, বুধবার ও আজ এই দুই কার্যদিবসে ব্লক মার্কেটে ইসলামী ব্যাংকের ১৪৫ কোটি টাকার শেয়ারের হাতবদল হয়। তবে ফ্লোর প্রাইসে আটকে থাকায় মূল বাজারে ব্যাংকটির শেয়ারের খুব বেশি লেনদেন হচ্ছে না। আজ ডিএসইর মূল বাজারে ইসলামী ব্যাংকের মাত্র পাঁচ হাজার শেয়ারের হাতবদল হয়েছে।

Share this news