বিতর্কিত ডিএসইর লেনদেন, তথ্যে আছে গরমিল
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের হিসাবে গরমিল দেখা গেছে। ট্রেডিং প্লাটফর্মের সঙ্গে এক্সচেঞ্জটির ওয়েবসাইটে দেওয়া তথ্যের বিস্তর ফারাক রয়েছে। ফলে নতুন বিতর্কের মুখে ডিএসইর লেনদেন নিয়ে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র জানায়, কারিগরি ত্রুটির কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার (২৪ অক্টোবর) বেলা ১০টা ৫৮ মিনিটে বন্ধ হয়ে যায় লেনদেন। পরবর্তীতে দুপুর ২টা ১০ মিনিট থেকে আড়াইটা পর্যন্ত মাত্র ২০ মিনিটের জন্য লেনদেন চালু করে ডিএসই। লেনদেন শেষে নিজেদের ওয়েবসাইটে লেনদেনের হিসেবে ভুল তথ্য দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ।সূত্রগুলো অর্থসংবাদকে জানায়, ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে সোমবার ভুল তথ্য দেখা গেছে। ডিএসই’র ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী আজ ৩৩৪ কোটি ৭৬ লাখ টাকা লেনদেন হয়েছে। তাঁরা বলছেন, ট্রেডিং প্লাটফর্মের সঙ্গে ডিএসই’র ওয়েবসাইটে দেওয়া তথ্যের কোন মিল নেই।অনুসন্ধানে দেখা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে লেনদেনের পরিমাণ ৩৩৪ কোটি ৭৬ লাখ টাকা দেখানো হলেও ট্রেডিং প্লাটফর্মে লেনদেনের পরিমাণ আরও বেশি দেখা যাচ্ছে।Nogod-22-10-2022সংশ্লিষ্ট সূত্র অর্থসংবাদকে জানায়, ট্রেডিং প্লাটফর্মে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের পরিমাণ দেখানো হয়েছে ৫৫৪ কোটি টাকা। যা ডিএসই’র ওয়েবসাইটে দেওয়া তথ্যের চেয়ে ২১৯ কোটি ২৯ লাখ টাকা বেশি।এছাড়াও মেট্রো স্পিনিং মিলসের মোট ১ লাখ ৪৩ হাজার ৮৭২টি শেয়ার লেনদেন হয়েছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। অপরদিকে ট্রেডিং প্লাটফর্মে মেট্রো স্পিনিংয়ের শেয়ার লেনদেনের সংখ্যা দেখানো হচ্ছে ২ লাখ ১৯ হাজার ৩৫৫টি। বিনিয়োগকারীদের প্রশ্ন কোন তথ্য সঠিক? তবে কোম্পানিটির শেয়ারদর উভয় প্লাটফর্মে ৪৪ টাকা ৮০ পয়সা দেখানো হয়েছে।দুই প্লাটফর্মে দুই ধরণের তথ্যের কারণে বিনিয়োগকারীরা দ্বিধাদ্বন্দে রয়েছেন। তারা বলছেন, ট্রেডিং প্লাটফর্ম এবং ডিএসই’র ওয়েব সাইটে ভিন্ন ভিন্ন তথ্য দেওয়া সাংঘর্ষিক।সাধারণত ট্রেডিং প্লাটফর্মের তথ্যের ভিত্তিতে ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে লেনদেনের বিস্তারিত হালনাগাদ করা হয়। তবে ট্রেডিং প্লাটফর্মের তথ্য এবং ডিএসই’র তথ্যে বিস্তর ফারাক থাকায় সোমবারের লেনদেনকে প্রশ্নবিদ্ধ বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।ট্রেডিং প্লাটফর্মে যে তথ্য দেওয়া হয়েছে, সেখানে ৫৫৪ কোটি টাকা লেনদেন দেখানো হয়েছে। অথচ যখন ডিএসইতে কারিগরি ত্রুটি দেখা দেয় তার আগে পর্যন্ত লেনদেন ছিল ২০০ কোটির সামান্য বেশি। আর কারিগরি ত্রুটি সারিয়ে দুপুর ২টা ১০ মিনিট থেকে ২টা ২৫ মিনিট পর্যন্ত মাত্র ১৫ মিনিটে প্রায় ৩০০ কোটি টাকা আদৌ লেনদেন করা সম্ভব কি না, সেটি নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে সংশ্লিষ্টদের মনে।এসব বিষয়ে জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জের জনসংযোগ বিভাগের কর্মকর্তা উপ-মহাব্যবস্থাপক শফিকুর রহমান অর্থসংবাদকে বলেন, আজ ডিএসইতে ৩৩৪ কোটি ৭৬ লাখ টাকা লেনদেন হয়েছে। ওয়েবসাইটে যে তথ্য দেওয়া হয়েছে সেটিই সঠিক।ট্রেডিং প্লাটফর্মে লেনদেনের পরিমাণ ৫৫৪ কোটি টাকা কেন দেখানো হচ্ছে- এমন প্রশ্নের জবাবে ডিএসই’র এই কর্মকর্তা বলেন, ট্রেডিং প্লাটফর্মের লেনদেনের বিষয়ে জানা নেই, খোঁজ নিতে হবে।