বিশ্বজুড়ে ব্যাংক শেয়ারে ধস

Date: 2023-03-13 21:00:18
বিশ্বজুড়ে ব্যাংক শেয়ারে ধস
মাত্র তিন দিনের ব্যবধানে দেউলিয়া হইয়ে গেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ও সিগনেচার ব্যাংক। ব্যাংক দুটি বন্ধ হয়ে যাওয়ার পর মার্কিনিদের মধ্যে ছড়িয়েছে আতঙ্ক। আর দুই ব্যাংকের পতনের ধাক্কায় অন্য ব্যাংকগুলোও ক্ষতির মুখে পড়তে পারে বলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বিনিয়োগকারীদের মধ্যে। আর তাতেই বিশ্বজুড়ে ব্যাংকের শেয়ারের ব্যাপক দরপতন হয়।শুক্রবার মূলধন সংকট ও আমানত ব্যবস্থাপনায় ব্যর্থতার কারণে ক্যালিফোর্নিয়াভিত্তিক সিলিকন ভ্যালি ব্যাংক বন্ধ হয়ে যায়। ব্যাংকটির নিয়ন্ত্রণ নেয় ফেডারেল ডিপোজিট ইনস্যুরেন্স করপোরেশন (এফডিআইসি)।তিন দিন না যেতেই রোববার নিউ ইয়র্ক ভিত্তিক সিগনেচার ব্যাংক বন্ধ ঘোষণা করা হয়। বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় ব্যাংকটির নিয়ন্ত্রণ নেয় ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব ফাইন্যান্সিয়াল প্রটেকশন অ্যান্ড ইনোভেশন।LankaBangla securites single pageএদিকে, অল্প সময়ের ব্যবধানেই যুক্তরাষ্ট্রের ব্যাংকদুটি বন্ধ হয়ে যাওয়ার নেতিবাচক প্রভাব দৃশ্যমান হয়ে উঠতে শুরু করেছে বিশ্বের পুঁজিবাজারগুলোতে। বিশ্বজুড়ে ব্যাংকের শেয়ার মূল্যের ব্যাপক দরপতনেই তা দৃশ্যমান হয়ে উঠেছে।যদিও, এই পরিস্থিতিতে গ্রাহকদের এমন আতঙ্ক দূর করতে সোমবার বক্তব্য দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, ব্যাংকে গচ্ছিত গ্রাহকদের অর্থ পুরোপুরি নিরাপদ এবং সেজন্য যা যা দরকার, সবই তার সরকার করবে।কিন্তু তাতে কাজ হয়নি। সিলিকন ভ্যালি ও সিগনেচার ব্যাংকের পতনের ধাক্কায় সোমবার বিশ্বজুড়ে ব্যাংকের শেয়ারের দরপতন ঘটেছে।

Share this news