বিশ্ববাজারে সোনার দাম ২ হাজার ডলার ছাড়াল

Date: 2023-10-30 10:00:09
বিশ্ববাজারে সোনার দাম ২ হাজার ডলার ছাড়াল
হামাস-ইসরায়েল যুদ্ধে বিশ্বজুড়ে অনিশ্চয়তা বেড়েছে, মন্দার শঙ্কাও তৈরি হয়েছে। এতে নিরাপদ বিনিয়োগ হিসেবে বাড়ছে সোনার দাম। গত শুক্রবার সোনার দাম দুই হাজার ডলার ছাড়িয়েছে। এতে টানা তিন সপ্তাহ বাড়ল মূল্যবান এই ধাতুর দাম।বিশ্লেষকরা বলছেন, যুদ্ধ ও ভূ-রাজনৈতিক অনিশ্চয়তার কারণে সোনার দাম আরো বাড়তে পারে। কারণ অনিশ্চিত সময়ে মানুষ নিরাপদ হিসেবে সোনায় বিনিয়োগ করতেই বেশি আগ্রহী।ইসরায়েল গাজায় স্থল অভিযান শুরু করেছে, এর মধ্য দিয়ে গাজায় সর্বাত্মক হামলা শুরু হয়েছে। ফলে এই যুদ্ধ আঞ্চলিক পর্যায়ে বিস্তৃত হওয়ার যথেষ্ট শঙ্কা রয়েছে।এটি হলে জ্বালানি সরবরাহ ব্যাহত হবে, মূল্যস্ফীতি বাড়বে এবং বিশ্ব অর্থনীতি আবারও মন্দায় পড়তে পারে।বাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ট্রেডিং ইকোনমিকস জানায়, গত শুক্রবার বিশ্ববাজারে সোনার দাম ২১ ডলার বা ১.০৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স হয় দুই হাজার ছয় ডলার। এক সপ্তাহে সোনার দাম বেড়েছে ১.২৭ শতাংশ এবং এক মাসে বেড়েছে ৭.৬০ শতাংশ। অক্টোবরের শুরুতে বিশ্ববাজারে সোনার দাম ছিল প্রতি আউন্স এক হাজার ৮২০ ডলার।এ বছরের শুরুতে বিশ্ববাজারে সোনার দাম ছিল ঊর্ধ্বমুখী। এমনকি মে মাসের শুরুতে দাম বেড়ে প্রতি আউন্স হয় রেকর্ড দুই হাজার ৫১ ডলার। সে সময় যুক্তরাষ্ট্রে মন্দার আশঙ্কা, ব্যাংক খাতের সংকট ও অর্থনৈতিক অনিশ্চয়তায় ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা নিরাপদ হিসেবে সোনায় বিনিয়োগ বাড়িয়ে দেন। এরপর যুক্তরাষ্ট্র দফায় দফায় সুদের হার বাড়ালে দেশটির মূল্যস্ফীতি কমে আসে এবং অর্থনীতিও ক্রমান্বয়ে স্থিতিশীলতায় ফেরে। এতে ডলার শক্তিশালী হয় এবং ট্রেজারি বন্ডে বিনিয়োগও লোভনীয় হয়ে ওঠে। তাই কয়েক মাস ধরেই বিনিয়োগকারীরা সোনা ছেড়ে দেওয়ায় মূল্যবান এ ধাতুর দাম কমে। কয়েক মাস যাবৎই বিশ্ববাজারে সোনার দাম কমতির দিকে ছিল। কিন্তু যুদ্ধের কারণে আবারও এ বাজারে উড়ন্তগতি দেখা যাচ্ছে।ভারতে কামা জুয়েলারির এমডি কলিন শাহ বলেন, ‘হামাস-ইসরায়েল সংঘাতের কারণে বিশ্বে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং অর্থবাজারে যে প্রভাব পড়েছে সে কারণেই আন্তর্জাতিক বাজারে সোনার দাম বাড়ছে। এ ছাড়া ডলারও এখন শক্তিশালী অবস্থানে আছে। এই মূল্যবৃদ্ধির কারণে বিনিয়োগকারীরা সোনা ক্রয়ে আরো বেশি ঝুঁকবেন। কারণ এটি অনিশ্চয়তার সময় অত্যন্ত নিরাপদ একটি বিনিয়োগ।’স্টেইট স্ট্রিট ইন বসটনের সিনিয়র বিশ্লেষক মারভিন লহ বলেন, ‘পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে, এ কারণে মানুষ নিরাপদ বিনিয়োগে ছুটছেন। মধ্যপ্রাচ্যে এই মুহূর্তে যা ঘটছে তা খুবই দুর্ভাগ্যজনক এবং হতাশকর। মনে হচ্ছে পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে।’দেশের বাজারেও রেকর্ড দামএদিকে বিশ্ববাজারের প্রভাবে দেশের বাজারেও বেড়েছে সোনার দাম। সব থেকে ভালো মানের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম বেড়ে হয়েছে এক লাখ দুই হাজার ৮৭৬ টাকা। এর আগে কখনো দেশের বাজারে সোনার এত দাম হয়নি। গত শুক্রবার থেকে এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।এর আগে দেশের বাজারে সোনার দাম সর্বোচ্চ ছিল ২৫ আগস্ট থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। এই সময় ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল এক লাখ এক হাজার ২৪৪ টাকা। এখন সেই রেকর্ড ভেঙে দেশের বাজারে সোনার দামে নতুন ইতিহাস সৃষ্টি হলো।

Share this news