বিশ্ব বিনিয়োগ সপ্তাহের উদ্বোধন

Date: 2023-10-01 17:00:11
বিশ্ব বিনিয়োগ সপ্তাহের উদ্বোধন
প্রতিবারের মতো এ বছরও ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ’ পালন করবে দেশের শেয়ারবাজার। বিশ্ব বিনিয়োগ সপ্তাহের উদ্বোধন করা হবে আজ সোমবার (০২ অক্টোবর)।প্রধান অতিথি হিসেবে বিশ্ব বিনিয়োগ সপ্তাহ উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম।সোমবার বিকালে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) মাল্টিপারপাস হলে বিশ্ব বিনিয়োগ সপ্তাহের উদ্ভোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়েত উল ইসলাম।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএসইসির কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ ও আব্দুল হালিম। এছাড়া অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক, শেয়ারবাজার সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান ও বিএসইসির কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

Share this news