বিপরীত ভূমিকায় ভলিউম লিডারের শীর্ষ দুই কোম্পানি

Date: 2024-11-07 04:00:15
বিপরীত ভূমিকায় ভলিউম লিডারের শীর্ষ দুই কোম্পানি
সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (৭ নভেম্বর) মুনাফা তোলার চাপে পতন হয়েছে শেয়ারবাজারে। এদিন লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর প্রায় সাড়ে ৫ শত কোটি টাকার লেনদেন হয়। কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ লেনদেন হওয়া দুই কোম্পানির ভূমিকা ছিল বিপরীত।কোম্পানি দুইটিহলো: অগ্নি সিস্টেমস এবং ওরিয়ন ফার্মা।কোম্পানি দুিইটি অগ্নি সিস্টেমসের শেয়ার দর বেড়েছে। কোম্পানিটি আজ লেনদেনের শীর্ষে উঠে আসে। অপরদিকে ওরিয়ন ফার্মার শেয়ার দর কমলেও কোম্পানিটি লেনদেনের লেনদেনের দ্বিতীয় সর্বোচ্চ স্থানে উঠে আসে।জানা যায়, অগ্নি সিস্টেমসের শেয়ারের ক্লোজিং দর গতকাল ছিল ৩৩ টাকা ৪০ পয়সা। আজ লেনদেন শেষে শেয়ারটির দর ৩৪ টাকা ১০ পয়সা হয়। এর ফলে কোম্পানিটির শেয়ার দর ৭০ পয়সা বা ২.১০ শতাংশ বেড়েছে। আজ কোম্পানিটির ৬২ লাখ ১৯ হাজার ৭৩৬টি শেয়ার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিটির ২১ কোটি ি৪৫ লাখ ৮৬ হাজার টাকার লেনদেন হয়েছে। এই লেনদেন আজ ডিএসইতে সর্বোচ্চ।ওরিয়ন ফার্মার শেয়ারের ক্লোজিং দর গতকাল ছিল ৪৫ টাকা ৮০ পয়সা। আজ লেনদেন শেষে শেয়ারটির দর ৪৫ টাকা ৫০ পয়সা হয়। এর ফলে কোম্পানিটির শেয়ার দর ৩০ পয়সা বা ০.৬৬ শতাংশ কমেছে। আজ কোম্পানিটির ৪৫ লাখ ৭৯ হাজার ৬৬০টি শেয়ার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিটির ২১ কোটি ২৪ লাখ ৪৩ হাজার টাকার লেনদেন হয়েছে। এই লেনদেন আজ ডিএসইতে দ্বিতীয় সর্বোচ্চ।

Share this news