বিনিয়োগকারীদের হতাশ করেছে জেড গ্রুপের ৫ শেয়ার

Date: 2023-03-31 01:00:08
বিনিয়োগকারীদের হতাশ করেছে জেড গ্রুপের ৫ শেয়ার
বিদায়ী সপ্তাহে (২৭-৩০ মার্চ) ‘জেড’ গ্রুপের ৫ শেয়ার বিনিয়োগকারীদের হতাশ করেছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে সব ক্যাটাগরি মিলে দর পতনের শীর্ষ তালিকায় যে ১০টি শেয়ার রয়েছে, তারমধ্যে জেড গ্রুপের রয়েছে পাঁচ শেয়ার। শেয়ারগুলো হলো-শ্যামপুর সুগার, জিলবাংলা সুগার, জুট স্পিনার্স, ইমাম বাটন ও মেঘনা পেট ইন্ডাষ্ট্রিজ।কোম্পানিগুলোর মধ্যে আগের সপ্তাহে (১৯-২৩ মার্চ) শ্যামপুর সুগার, জিলবাংলা সুগার ও জুট স্পিনার্স দর বৃ্দ্ধিতে ঝলক দেখিয়েছিল। কোম্পানিগুলো ওই সপ্তাহে ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকার শীর্ষ স্থানে অবস্থান করেছিল। অন্যদিকে, ইমাম বাটন এবং মেঘনা পেটের শেয়ারও আগের সপ্তাহে দর বৃদ্ধিতে এগিয়েছিল।কিন্তু সদ্য সমাপ্ত সপ্তাহে কোম্পানি ৫টির শেয়ার দর সংশোধন হয়েছে। যারা দুর্বল কোম্পানিগুলো নিয়ে মন্দাবাজারে দর হাঁকিয়েছিল, তারা গেল সপ্তাহে শেয়ারগুলো সাধারণ বিনিয়োগকারীদের কাঁধে চাপিয়েছে। যে কারণে শেয়ারগুলোর দরে দবড় পতন হয়েছে-এমনটা অভিমত দিয়েছেন বাজার সংশ্লিষ্টরা।কোম্পানিগুলোর মধ্যে সপ্তাহের ব্যবধানে শ্যামপুর সুগারের পতন হয়েছে ৯.৯৫ শতাংশ, জিলবাংলা সুগারের ৫.৯৮ শতাংশ, জুট স্পিনার্সের ৫.১৭ শতাংশ, ইমাম বাটনের ৪.১৭ শতাংশ এবং মেঘনা পেটের ৩.৫৯ শতাংশ।কোম্পানি ৫টির মধ্যে শ্যামপুর সুগার, জিলবাংলা সুগার, জুট স্পিনার্স ও মেঘনা পেট বিনিয়োগকারীদের কোনো বছরই ডিভিডেন্ড দেয়নি। আর ইমাম বাটন ১৯৯৬ সালে তালিকাভুক্তির পর কেবল ২০১০ সালে বিনিয়োগকারীদের ১০ শতাংশ বোনাস ডিভিডেন্ড দিয়েছিল। এরপর আর কোনো বছরই বিনিয়োগকারীদের ডিভিডেন্ডের মুখ দেখায়নি। তারপরও কোম্পানিগুলোর শেয়ার নিয়ে একটি দুষ্টু চক্র মাঝেমধ্যে টানাটানি করতে দেখা যায়।

Share this news