বিনিয়োগকারীদের হতাশ করেছে ‘বি’ গ্রুপের ৪ শেয়ার

Date: 2023-04-07 21:00:10
বিনিয়োগকারীদের হতাশ করেছে ‘বি’ গ্রুপের ৪ শেয়ার
বিদায়ী সপ্তাহে (০২-০৭ এপ্রিল) ‘বি’ গ্রুপের ৪ শেয়ার বিনিয়োগকারীদের হতাশ করেছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আলোচ্য সপ্তাহে সব ক্যাটাগরি মিলে দর পতনের শীর্ষ তালিকায় যে ১০টি শেয়ার ছিল, তারমধ্যে ‘বি’ গ্রুপের ছিল ৪টি শেয়ার। যেগুলো হলো-মিরাকল ইন্ডাষ্ট্রিজ, বেঙ্গল উইন্ডসোর, ইনটেক ও আইএসএন লিমিটেড।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।কোম্পানিগুলোর মধ্যে আগের সপ্তাহে মিরাকল ইন্ডাষ্ট্রিজ, ইনটেক ও আইএসএন দর বৃ্দ্ধিতে এগিয়েছিল। কিন্তু বিদায়ী সপ্তাহে কোম্পানিগুলোর শেয়ারদর সংশোধন হওয়ায় দর পতনের শীর্ষ তালিকায় অবস্থান করছে।অন্যদিকে, বেঙ্গল উইন্ডসোরের শেয়ারদর আগের সপ্তাহেও দর পতনের শীর্ষ তালিকায় অর্ন্তভূক্ত ছিল। অর্থাৎ উভয় সপ্তাহেই কোম্পানির শেয়ারদর সংশোধনে ছিল।বিদায়ী সপ্তাহে কোম্পানিগুলোর মধ্যে মিরাকল ইন্ডাষ্ট্রিজের পতন হয়েছে ৯.৬৮ শতাংশ, বেঙ্গল উইন্ডসোরের ৮.১৩ শতাংশ, ইনটেকের ৭.৯৪ শতাংশ এবং আইএসএনের ৭.১৩ শতাংশ।কোম্পানি ৪টির মধ্যে সর্বশেষ অর্থবছরে মিরাকল ইন্ডাষ্ট্রিজ ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড, বেঙ্গল উইনসোর ৫ শতাংশ ক্যাশ ও আইএসএন ৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। কিন্তু ইনটেক কোনো ডিভিডেন্ড দেয়নি।সর্বশেষ শেয়ারদর অনুযায়ি, বেঙ্গল উইনসোরের পিই রেশিও রয়েছে ৪১.৯৪ ও আইএসএনের ৮৬.৮৫।অন্যদিকে, লোকসানের কারণে ইনটেক ও মিরাকল ইন্ডাষ্ট্রিজের পিই রেশিও নেগেটিভ।

Share this news