বিনিয়োগ সীমায় সাময়িক অব্যাহতি পেল বেমেয়াদি মিউচুয়াল ফান্ড

বর্তমান নিয়ম অনুযায়ি একক কোনো কোম্পানির শেয়ারে মিউচুয়াল ফান্ডের একক স্কিমের মোট সম্পদের ১০ শতাংশের বেশি বিনিয়োগ করা যায় না। কিন্তু বিনিয়োগ করা শেয়ারদর কমে যাওয়ার কারণে বেমেয়াদি মিউচুয়াল ফান্ডগুলোর পক্ষে এই বিনিয়োগসীমা পরিপালন করা সম্ভব হচ্ছে না।এমতাবস্থায় ফান্ডগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে ফ্লোর প্রাইস প্রত্যাহারের আগ পর্যন্ত এই শর্ত পরিপালন থেকে বেমেয়াদি মিউচুয়াল ফান্ডগুলোকে সাময়িক অব্যাহতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।সম্প্রতি এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপনের গেজেট প্রকাশিত হয়েছে। বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বেমেয়াদি মিউচুয়াল ফান্ডের বিনিয়োগ করা সিকিউরিটিজের মূল্য কমে যাওয়ার কারণে যেসব বেমেয়াদি মিউচুয়াল ফান্ড কর্তৃক কোনো একক কোম্পানি শেয়ার বা সিকিউরিটিতে বিনিয়োগসীমা কিংবা বিধিনিষেধ সম্পর্কিত মিউচুয়াল ফান্ড বিধিমালা ২০০১-এর পঞ্চম তফসিলের ২ নং শর্ত পরিপালন করা সম্ভব হয়নি তাদের এই শর্ত পরিপালন থেকে ফ্লোর প্রাইসসংক্রান্ত আদেশ বাতিল না করা পর্যন্ত সাময়িকভাবে অব্যাহতি দেয়া হল।তবে বেমেয়াদি মিউচুয়াল ফান্ডের অধীনে নতুন কোনো সিকিউরিটিজ ক্রয় বা বিনিয়োগের ক্ষেত্রে বিনিয়োগসীমার এই সাময়িক অব্যাহতি প্রযোজ্য হবে না।