বিমার উকিতেও বড় পতনে শেয়ারবাজার

Date: 2022-11-20 00:00:10
বিমার উকিতেও বড় পতনে শেয়ারবাজার
দীর্ঘদিন ঝিঁমিয়ে থাকার পর অবশেষে কিছুটা উকি মেরেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত অন্যতম বড় খাত বিমা।আজ ডিএসইর তারিখাবুক্ত কোম্পানিগুলোর মধ্যে শেয়ারদর বেড়েছে মাত্র ২০টি কোম্পানির। এরমধ্যে ১৫টি বিমা খাতের। এই ১৫টি কোম্পনির মধ্যে জীবন বিমার ৮টি এবং সাধারণ বিমার রয়েছে ৭টি কোম্পানি। আজ বিমা খাতের কিছুটা উর্ধমূখী প্রবনতায়ও নিন্মমূখী ছিল দেশের শেয়ারবাজার। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।দীর্ঘদিন পর দিন ফিরতে শুরু করেছে বিমা খাতের। এই খাতের কোম্পানিগুলোর এমন উর্ধমূখী প্রবণতা চলমান থাকলে ঘুড়ে দাঁড়াতে সক্ষম হবে শেয়ারবাজার। এছাড়াও জুন ক্লোজিং শেয়ার থেকে মুখ ফিরিয়ে এখন ডিসেম্বর ক্লোজিং শেয়ারে নজর বেড়েছে বিনিয়োগকারীদের। যার কারণে এখন বিমা খাতের এনম উত্থান হতে দেখা যাচ্ছে বলে মনে করছে শেয়ারবাজার সংশ্লিষ্টরা।আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫০.৭৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ছয় হাজার ২১৫.২৪ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৫.৩২ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৯.৫০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৪৮.৮৬ পয়েন্টে এবং দুই হাজার ১৮০.৪০ পয়েন্টে।ডিএসইতে আজ ৪২২ কোটি ৮৮ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১২৯ কোটি ২৫ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৫৫২ কোটি ১৩ লাখ টাকার।ডিএসইতে আজ ৩০৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২০টির, শেয়ার দর কমেছে ৬৮টির এবং ২২০টির শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬৩.২৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪২৯.৭৪ পয়েন্টে। সিএসইতে আজ ১৫২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২২টির দর বেড়েছে, কমেছে ৩৮টির আর ৯২টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৯ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Share this news