বিমার শেয়ারে ঝুঁকছে বিনিয়োগকারীরা

Date: 2023-12-04 16:00:07
বিমার শেয়ারে ঝুঁকছে বিনিয়োগকারীরা
কিছুদিন বিরতি দিয়ে বিমার শেয়ারে ফিরছে বিনিয়োগকারীরা। যে কারণে সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস মঙ্গলবার (০৪ ডিসেম্বর) বিমা খাতের শেয়ার দাম ও লেনদেন ছিল বেশ ঊর্ধ্বমুখী। এদিন সাধারণ বিমার শেয়ারে বিনিয়োগকারীদের বিশেষ আগ্রহ দেখা গেছে।বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার সাধারণ বিমার ৩৭টি কোম্পানির দর বেড়েছে এবং ৫টির দর অপরিবর্তিত ছিল। এদিন সাধারণ বিমার কোনো শেয়ারের পতন দেখা যায়নি।অন্যদিকে, এদিন জীবন বিমার ৮টি কোম্পানির শেয়ারদর বেড়েছে এবং ৫টির দর অপরিবর্তিত ছিল। এখাতেও কোনো কোম্পানির পতন হয়নি।বাজার সংশ্লিষ্টরা বলছেন, অনেক দিন পর বিমার শেয়ার নড়েচড়ে বসছে। বিমার শেয়ার ইতিবাচক হওয়ায় শেয়ারবাজারের সূচকও আরও ঊর্ধ্বগামী হয়েছে। তাঁদের মতে, আবারও হয়তো ড্রাইভিং সিটে বসতে পারে বিমার শেয়ার। সে রকম আভাসই দেখা যাচ্ছে।বাজার তথ্যে দেখা যায়, চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে বিমা খাতে সিংহভাগ কোম্পানিরই মুনাফা বেড়েছে। বিমা খাতের ভালো পারফরমেন্সের কারণে এখাতের শেয়ারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে। যে কারণে বিমা খাতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার ধারণ বাড়ছে।

Share this news