বিমার আইপিও শেয়ারে বিনিয়োগকারীদের রিটার্ন বহুগুণ
সাধারণত শেয়ারবাজারে নতুন তালিকাভুক্ত কোম্পানির শেয়ারে বিনিয়োগকারীদের বেশি আগ্রহ থাকে। কারণ বিনিয়োগকারীরা আইপির মাধ্যমে যে শেয়ার বরাদ্দ পায়, তার থেকে প্রচুর পরিমাণে মুনাফা লাভ করতে পারে। কিন্তু গত বছর শেয়ারবাজারে নতুন দুটি ব্যাংক তালিকাভুক্ত হলেও, এই দুই ব্যাংকের শেয়ারের ক্ষেত্রে বিনিয়োগকারীদের আগ্রহে ছিল চরম ভাটা। যারা সাহস করে আগ্রহ দেখিয়েছিল, তাদেরকে উভয় ব্যাংকের শেয়ারেই ভালো লোকসান গুণতে হয়েছে।সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেসের একটি প্রতিবেদন সূত্রে জানা গেছে, ইউনিয়ন ব্যাংক লিমিটেড এবং গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড ২০২২ সালে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়েছিল। বিনিয়োগকারীরা ব্যাংক দুটির শেয়ারে লেনদেনের প্রথম দিন থেকেই খুব বেশি আগ্রহ দেখায়নি। ফলে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে যারা ব্যাংক দুটির শেয়ার পেয়েছেন, তারা বর্তমানে লোকসানে পড়েছেন।তবে ২০২২ সালে শেয়ারবাজারে চারটি বিমা কোম্পানি এবং তিনটি উৎপাদন খাতের কোম্পানি তালিকাভুক্ত হয়েছে। এই কোম্পানিগুলোর শেয়ার নিয়ে বিনিয়োগকারীদের মাঝে ছিল বেশ আগ্রহ। যার কারণে আইপিওতে কোম্পানিগুলোর বরাদ্দ দেওয়া শেয়ার থেকেই ভালো মুনাফা তুলেছেন বিনিয়োগকারীরা।ব্যাংকের শেয়ারগুলোতে বিনিয়োগকারীদের এমন অনাগ্রহ থাকার কারণ হিসেবে বাজার বিশ্লেষকরা বলছেন, ২০২২ সালে ব্যাংকিং খাতজুড়ে ঋণ বিতরণে অনিয়ম, তারল্য সংকটসহ বেশ কিছু দুঃসংবাদ ছিল। যার নেতিবাচক প্রতিক্রিয়া বিনিয়োগকারীদের মাঝে তৈরী হয়। এতে করে ব্যাংক খাতের শেয়ারে বিনিয়োগকারীদের আগ্রহ কমতে থাকে। এরই ফলে নতুন তালিকাভুক্ত দুটি ব্যাংকের শেয়ারে কাটতি নেই। ফলে দামেই ‘অনিবার্য পতন’ হয়ে দেখা দিয়েছে।২০২২ সালে শেয়ারবাজারে মোট নয়টি কোম্পানি তালিকাভুক্ত হয়েছে। এই নয় কোম্পানি তালিকাভুক্তির মাধ্যমে বাজার থেকে প্রায় ১ হাজার ৮৮ কোটি টাকা সংগ্রহ করেছে। এর মধ্যে ইউনিয়ন ব্যাংক ৪২৮ কোটি টাকা এবং গ্লোবাল ইসলামী ব্যাংক ৪২৫ কোটি টাকা তুলেছে। বুক বিল্ডিং পদ্ধতির মাধ্যমে নির্ধারিত প্রিমিয়াম মূল্যে শেয়ার বিক্রি করে জেএমআই হাসপাতাল ৭৫ কোটি টাকা এবং নাভানা ফার্মাসিটিক্যালস ৭৫ কোটি টাকা সংগ্রহ করেছে।এছাড়াও, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স অভিহিত মূল্যে ১৫ কোটি টাকা, বিডি থাই ফুড ১৫ কোটি টাকা, মেঘনা ইন্স্যুরেন্স ১৬ কোটি, ইউনিয়ন ইন্স্যুরেন্স ১৯ কোটি ৪০ লাখ টাকা এবং ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স ২০ কোটি টাকা ৩০ লাখ টাকা সংগ্রহ করেছে।২০২২ সালের সবচেয়ে খারাপ পারফরম্যান্সকারী আইপিও গ্লোবাল ইসলামী ব্যাংক। লেনদেনের প্রথম দিনই ব্যাংকটির শেয়ার দর ১০ শতাংশ কমে ৯ টাকায় লেনদেন হয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে ইউনিয়ন ব্যাংক লিমিটেড। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ফ্লোর প্রাইস নির্ধারণ করে দেওয়ার কারণে কোম্পানি দুটির শেয়ার ফ্লোর প্রাইসে আটকে আছে। তা না হলে এই দুই ব্যাংকের শেয়ার দর আরও কমে যেত বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।২০২২ সালের সেরা পারফর্মিং আইপিওচার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স অক্টোবরে তালিকাভুক্ত হয়েছিল। গত বছর কোম্পানিটি আইপিও শেয়ার হিসেবে সবচেয়ে বেশি রিটার্ণ দিয়েছে বিনিয়োগকারীদের। গত বছর কোম্পানিটির সর্বোচ্চ ৫০০ শতাংশ এর বেশি রিটার্ন ছিল। এছাড়াও, বিডি থাই ফুড ৪০০ শতাংশ, মেঘনা ইন্স্যুরেন্স ৩২৮ শতাংশ, ইউনিয়ন ইন্স্যুরেন্স ২৭৩ শতাংশ, জেএমআই হাসপাতাল ২৬৭ শতাংশ, নাভানা ফার্মা ২২৬ শতাংশ এবং ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স ১৮১ শতাংশ পযন্ত রিটার্ণ দিয়েছে।