বিমা খাতের মূল্য সংশোধন হচ্ছে আজ

Date: 2023-09-20 01:00:10
বিমা খাতের মূল্য সংশোধন হচ্ছে আজ
গত কয়েক দিন বিমা খাতের শেয়ারের মূল্যবৃদ্ধির পর আজ ঢাকার বাজারে বিমা খাতের মূল্য সংশোধন হচ্ছে। গত কয়েক দিন বাজার একভাবে বিমা খাতের ওপর ভর করে চলেছে। গতকাল বাজারে যে ৮০০ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে, তার ৫৭ শতাংশের বেশি ছিল বিমা খাতের।বাজারে বিমা খাতের প্রাধান্য থাকায় গত কয়েক দিন এই খাতের শেয়ারের দামও বেড়েছে। এর মধ্যে কয়েকটি কোম্পানির শেয়ারের দাম এক মাসে দ্বিগুণেরও বেশি বেড়েছে, যেমন ক্রিস্টাল ইন্স্যুরেন্স। আরও কয়েকটি কোম্পানির শেয়ারের দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে।আজ লেনদেনে বিমা খাতের প্রাধান্য থাকলেও এই খাতের বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। মূল্যবৃদ্ধির ক্ষেত্রে খাদ্য ও প্রযুক্তি খাতের কোম্পানি এগিয়ে আছে। খাদ্য খাতের এগিয়ে থাকার কারণ জেমিনি সি ফুড; এই কোম্পানি আজ ৪৫ মিনিট লেনদেনের পর শীর্ষে উঠে আসে, যদিও পরে তা আবার দ্বিতীয় স্থানে নেমে যায়। দাম বেড়েছে ২ দশমিক ৫ শতাংশ। ফলে এই খাতের অন্যান্য কোম্পানির শেয়ারেও তার প্রভাব পড়েছে।বিবিধ খাতের কোম্পানির শেয়ারের দাম বাড়ছে। ব্যাংক ও ওষুধ খাতের কোম্পানির শেয়ার মূল্যস্তরে আটকে আছে।আজ দিনের প্রথম এক ঘণ্টা ১৫ মিনিট লেনদেনের পর বাজারের তিনটি সূচকই ছিল ঊর্ধ্বমুখী। ডিএসইএক্স সূচক বেড়েছে ১০ দশমিক ২৬ পয়েন্ট; ডিএসইএস বেড়েছে ২ দশমিক ৬২ পয়েন্ট; ডিএস ৩০ সূচক বেড়েছে ৩ দশমিক ৫৩ পয়েন্ট।দিনের প্রথম এক ঘণ্টা ১৫ মিনিটে লেনদেন হয়েছে ২৭৬ কোটি টাকার শেয়ার।আজ দিনের প্রথম এক ঘণ্টা ১৫ মিনিট লেনদেনের পর লেনদেনের তালিকায় শীর্ষে আছে রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি; এই কোম্পানির লেনদেন হয়েছে ১৭ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার। দ্বিতীয় স্থানে আছে জেমিনি সি ফুড; এই কোম্পানির লেনদেন হয়েছে ১৫ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার। তৃতীয় স্থানে থাকা প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ১৩ কোটি ৯২ লাখ টাকার।

Share this news