বিমা খাতের দাপটে লেনদেন বেড়েছে শেয়ারবাজারে

Date: 2023-06-04 01:00:14
বিমা খাতের দাপটে লেনদেন বেড়েছে শেয়ারবাজারে
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (০৪ জুন) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন বেড়েছে লেনদেন। তবে অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।আজ শেয়ারবাজারে সূচকের মিশ্রতা থাকলেও লেনদেনী ছিল বিমা খাতের দাপটে। আজ জীবন বিমা কোম্পানিগুলোর শেয়ারে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে।জানা গেছে, আজ ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৬৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৮২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৯৯ পয়েন্টে।আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৫০ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৭ টির, দর কমেছে ১০০টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৭৩ টির। ডিএসইতে ১ হাজার ২৫৪ কোটি ৪০ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ২৫৬ কোটি ৫৭ লাখ টাকা বেশি। এর আগেরদিন লেনদেন হয়েছিল ৯৯৭ কোটি ৮৩ লাখ টাকার।অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭৮৮ পয়েন্টে। সিএসইতে ২২০ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৬১ টির দর বেড়েছে, কমেছে ৬৭ টির এবং ৯২টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ২১ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Share this news