বিমা খাতে বড় উত্থান

Date: 2023-01-15 16:00:08
বিমা খাতে বড় উত্থান
দেশের পুঁজিবাজারে সূচকের উত্থানের মধ্য দিয়ে সপ্তাহের প্রথম কার্যদিবস গতকাল রোববারের লেনদেন শেষ হয়েছে। সেই সঙ্গে লেনদেন আগের দিনের তুলনায় বেড়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটদর অপরিবর্তিত ছিল।গতকাল বিনিয়োগকারীদের আগ্রহ বেশি ছিল বিমা খাতের শেয়ারে। এ কারণে খাতটির শেয়ারদর সবচেয়ে বেশি বেড়েছে। এরপর দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে ছিল আইটি খাতের শেয়ার। বিনিয়োগকারীদের আগ্রহের তৃতীয় ও চতুর্থ স্থানে যথাক্রমে ছিল সেবা ও আবাসন এবং ভ্রমণ ও অবকাশ খাত। অপরদিকে পাট খাতের শেয়ারদর কমেছে সবচেয়ে বেশি।গতকাল বিমা খাতের শেয়ারদর বেড়েছে ৫ দশমিক ৮০ শতাংশ। এদিন খাতটিতে ৫৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। লেনদেন হওয়া শেয়ারের মধ্যে ৪৮টির দর বেড়েছে এবং ৪টির দর কমেছে। দ্বিতীয় স্থানে থাকা আইটি খাতের শেয়ারদর বেড়েছে ৪ দশমিক ১০ শতাংশ। এদিন খাতটিতে মোট ১১টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। লেনদেন হওয়া শেয়ারের মধ্যে আটটির দর বেড়েছে এবং একটির দর কমেছে। ২ দশমিক ৫০ শতাংশ বৃদ্ধি পেয়ে সেবা খাত তৃতীয় স্থানে ছিল। এ খাতে লেনদেনে চারটি কোম্পানির মধ্যে তিনটির দর বেড়েছে এবং একটির অপরিবর্তিত ছিল। চতুর্থ স্থানে থাকা ভ্রমণ খাতে দর বেড়েছে ২ দশমিক ১০ শতাংশ। এছাড়া টেলিকমিউনিকেশন, মিউচুয়াল ফান্ড ও প্রকৌশলী খাতে শেয়ারদর বৃদ্ধি বা কমার ক্ষেত্রে কোনো পরিবর্তন হয়নি।এদিকে গতকাল বিনিয়োগকারীদের আগ্রহ কম থাকায় পাট খাতে শেয়ারদর সবচেয়ে বেশি কমেছে। খাতটিতে শেয়ারদর কমেছে এক শতাংশ। এরপর দর বেশি কমেছে ট্যানারি খাতের শেয়ারে। খাতটিতে শূন্য দশমিক ৩০ শতাংশ শেয়ারদর কমেছে। শূন্য দশমিক ৩০ শতাংশ শেয়ারদর কমে তৃতীয় স্থানে ছিল সিরামিক খাত।অপরদিকে গতকাল লেনদেনের দিক থেকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে আইটি খাতে। খাতটিতে গতকাল ডিএসইর মোট লেনদেনের ১৯ দশমিক ১০ শতাংশ লেনদেন হয়েছে। এরপর দ্বিতীয় স্থানে থাকা বিমা ডিএসইর ১৮ দশমিক ৮০ শতাংশ লেনদেন হয়েছে। তৃতীয় স্থানে থাকা বিবিধ খাতে ১৩ শতাংশ লেনদেন হয়েছে। ১২ দশমিক ৪০ শতাংশ লেনদেন হওয়া ওষুধ ও রসায়ন খাত রয়েছে চতুর্থ স্থানে।গতকাল ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ৩৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬২৫১ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ্ সূচক ৭ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩৬৪ পয়েন্টে এবং ২২০৮ পয়েন্টে।ডিএসইতে ৭১১ কোটি ৩০ লাখ টাকার লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবস থেকে ২০৩ কোটি ৭৩ লাখ টাকা বা ৪০ শতাংশ বেশি। এর আগের দিন লেনদেন হয়েছিল ৫০৭ কোটি ৫৭ লাখ টাকার। ডিএসইতে ৩৬১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ারদর বেড়েছে ১১০টির বা ৩০ দশমিক ৪৭ শতাংশের, শেয়ারদর কমেছে ৬১টির বা ১৬ দশমিক ৯০ শতাংশের এবং ১৯০টির বা ৫২ দশমিক ৬৩ শতাংশের শেয়ার ও ইউনিটদর অপরিবর্তিত রয়েছে।অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৭৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮৪৩১ পয়েন্টে। সিএসইতে ১৬৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৫১টির দর বেড়েছে, কমেছে ৩৩টির আর ৮৩টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১৫ কোটি ৬২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Share this news