বিক্রির চাপে সব খাতে পতন

Date: 2022-10-17 23:00:18
বিক্রির চাপে সব খাতে পতন
সপ্তাহের প্রথম কার্যদিবসের মতো গতকাল দ্বিতীয় দিনেও দেশের পুঁজিবাজারে সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসইর) সব সূচক কমেছে। সেই সঙ্গে লেনদেন আগের দিনের তুলনায় কমেছে। তবে ডিএসইতে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটদর অপরিবর্তিত ছিল।গতকাল বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির চাপে সূচকের পতনের সঙ্গে সব খাতে শেয়ারদরের পতন হয়েছে। এদিন শেয়ারদর সবচেয়ে বেশি কমেছে ভ্রমণ ও অবকাশ খাতে। এরপর কমেছে সেবা ও আবাসন খাতের শেয়ারে। এছাড়া বিনিয়োগকারীদের আগ্রহের দিক থেকে তৃতীয় ও চতুর্থ স্থানে ছিল যথাক্রমে আইটি ও বিবিধ খাতের শেয়ার।বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল সবচেয়ে বেশি পতন হয়েছে ভ্রমণ খাতের শেয়ারে। খাতটিতে গতকাল ৫ দশমিক ৬০ শতাংশ শেয়ারদর কমেছে। এদিন খাতটিতে মোট ৪টি কোম্পানির লেনদেন হয়েছে। এর মধ্যে তিনটি কোম্পানির শেয়ারদর কমেছে এবং ১টির দর অপরিবর্তিত ছিল। গতকাল দ্বিতীয় স্থানে থাকা সেবা খাতে শেয়ারদর কমেছে ৩ দশমকি ৬০ শতাংশ। খাতটিতে মোট ৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে চারটি কোম্পানির শেয়ারদর কমেছে। তৃতীয় স্থানে আইটি খাতের শেয়ারদর কমেছে ৩ শতাংশ। খাতটিতে লেনদেন হওয়া ১১টি কোম্পানির শেয়ারের মধ্যে ১০টির দাম কমেছে। ১টি কোম্পানির শেয়ারদর অপরিবর্তিত রয়েছে। ২ দশমিক ৩০ শতাংশ শেয়ারদর কমে চতুর্থ স্থানে ছিল বিবিধ খাত। খাতটিতে মোট ১৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১টি শেয়ারের দাম বেড়েছে এবং ৮টি শেয়ারের দাম কমেছে।এদিকে গতকাল শেয়ারদর বৃদ্ধি বা কমার ক্ষেত্রে কোনো পরিবর্তন হয়নি দুটি খাতে। শেয়ারদর কমা বা বৃদ্ধির দিক থেকে গতকাল অপরিবর্তিত ছিল টেলিকমিউনিকেশন ও মিউচুয়াল ফান্ড খাত।অন্যদিকে গতকাল লেনদেনের দিক থেকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে প্রকৌশল খাতে। খাতটিতে ডিএসইর মোট লেনদেনের ১৮ শতাংশ লেনদেন হয়েছে। এরপর দ্বিতীয় স্থানে থাকা ওষুধ ও রসায়ন খাতে ডিএসইর মোট লেনদেনের ১৬ শতাংশ লেনদেন হয়েছে। ১১ দশমিক ২০ শতাংশ লেনদেন হওয়া বিবিধ খাত রয়েছে তৃতীয় স্থানে। চতুর্থ স্থানে থাকা সেবা খাতে ডিএসইর মোট লেনদেনের ৯ দশমিক ৩০ শতাংশ লেনদেন হয়েছে।গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬৫ দশমিক ৪৪ পয়েন্ট বা ১ দশমিক ০১ শতাংশ কমে দাঁড়িয়েছে ছয় হাজার ৪১৩ দশমিক ০১ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১১ দশমিক ৩৯ বা দশমিক ৮০ শতাংশ ও ডিএসই-৩০ সূচক ২১ দশমিক ৪৩ পয়েন্ট বা দশমিক ৯৩ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪০৬ দশমিক ৭৭ পয়েন্টে ও দুই হাজার ২৭৭ দশমিক ৩৪ পয়েন্টে।ডিএসইতে গতকাল এক হাজার ২৯৭ কোটি ৮৩ লাখ টাকার লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবস থেকে ৪৫ কোটি ২৯ লাখ টাকা কম। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল এক হাজার ৩৪৩ কোটি ১২ লাখ টাকার। এদিন ডিএসইতে ৩৬১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ারদর বেড়েছে ২৬টির বা ৭ দশমিক ২০ শতাংশের, শেয়ারদর কমেছে ১৫৩টির বা ৪২ দশমিক ৩৮ শতাংশের ও ১৮২টির বা ৫০ দশমিক ৪২ শতাংশের শেয়ার ও ইউনিটদর অপরিবর্তিত রয়েছে।

Share this news