বিক্রেতা সংকটের ঝলক দেখাল ৭ কোম্পানি
![বিক্রেতা সংকটের ঝলক দেখাল ৭ কোম্পানি](https://stocknewsbd.s3.ap-southeast-1.amazonaws.com/6360/share-pagla.png)
দীর্ঘদিন পর বিক্রেতা সংকটের ঝলক দেখাল শেয়ারবাজারে তালিকাভুক্ত ৭ কোম্পানি। কোম্পানিগুলো হলো-ইনটেক, সমতা লেদার, হাক্কানী পাল্প, আইএসএন, লিগ্যাছি ফুটওয়ার, সিনোবাংলা ও মিরাকল ইন্ডাষ্ট্রিজ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।কোম্পানিগুলো ইনটেক, সমতা লেদার, হাক্কানী পাল্প, আইএসএন, লিগ্যাছি ফুটওয়ার ও মিরাকল ইন্ডাষ্ট্রিজ ‘বি’ গ্রুপের কোম্পানি। তবে সিনোবাংলা ‘এ’ গ্রপের কোম্পানি।কোম্পানিগুলো মধ্যে ইনটেক ও সমতা লেদারের শেয়ার দর বেড়েছে ১০ শতাংশ করে। হাক্কানি পাল্প ও আইএসএনের দর কেড়েছে ৯.৯৬ শতাংশ করে। বাকিগুলোর মধ্যে লিগ্যাছি ফুটওয়ারের ৯.৮৮ শতাংশ, সিনোবাংলার ৯.৮৭ শতাংশ এবং মিরাকল ইন্ডাষ্ট্রিজের ৯.৮৪ শতাংশ।সর্বশেষ অর্থবছরে কোম্পানিগুলোর মধ্যে সিনোবাংলা ইন্ডাষ্ট্রিজ ১০ শতাংশ ক্যাশ ও ১ শতাংশ বোনাস ডিভিডেন্ড দিয়েছে। বাকিগুলোর মধ্যে হাক্কানী পাল্প ১ শতাংশ ক্যাশ, লিগ্যাছি ফুটওয়ার ১ শতাংশ ক্যাশ, আইএসএন ৩ শতাংশ ক্যাশ, মিরাকল ইন্ডাষ্ট্রিজ ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। আর ইনটেক ও সমতা লেদার কোনো ডিভিডেন্ড দেয়নি। এই দুই কোম্পানির মধ্যে ২০২০ সালে ইনটেক ১ শতাংশ ক্যাশ ও সমতা লেদার ২০২১ সালে ০.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।সর্বশেষ শেয়ার দর অনুযায়ি, সিনোবাংলার মূল্য আয় অনুপাত (পিই রেশিও) হয়েছে ৪৮.৩৬ এবং সমতা লেদারের ৮৬৬.২৫।বাকি কোম্পানিগুলোর মধ্যে ইনটেক, হাক্কানী পাল্প, আইএসএন, লিগ্যাছি ফুটওয়ার ও মিরাকল ইন্ডাষ্ট্রিজ লোকসানী কোম্পানি বিধায় পিই রেশিও নেগেটিভ।