বিক্রেতা নেই আজিজ পাইপসের

Date: 2023-06-13 17:00:14
বিক্রেতা নেই আজিজ পাইপসের
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার লেনদেনের আধা ঘণ্টার মধ্যে বিক্রেতা উধাও হয়ে গেছে আজিজ পাইপস লিমিটেডের শেয়ারে। এতে কোম্পানিটির শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র মতে, আজ বেলা ১০টা ৩০ মিনিট পরযন্ত আজিজ পাইপসের স্ক্রিনে ১ লাখ ৫০ হাজার ৬৫২টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১০৬ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।আগের দিন শেয়ারটি সর্বশেষ ৯৭ টাকা দরে লেনদেন হয়।

Share this news