বিকেলে আসছে ইনটেকের ডিভিডেন্ড সংক্রান্ত ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত ইনটেক লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আজ সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন সমাপ্ত ২০২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে। পাশাপাশি শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণাও আসতে পারে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) ইনটেকের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫৪ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছিল ১৯ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১ টাকা ১৩ পয়সায়।সর্বশেষ গত দুই সমাপ্ত অর্থবছরে ২০২১ ও ২০২২ সালে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড দিতে ব্যর্থ হয়েছিল।