বিকালে আসছে তিন কোম্পানির ইপিএস

Date: 2024-01-21 16:00:09
বিকালে আসছে তিন কোম্পানির ইপিএস
শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির বোর্ড সভা আজ অনুষ্ঠিত হবে। কোম্পানিগুলো হলো এনভয় টেক্সটাইল লিমিটেড, ইস্টার্ন হাউজিং লিমিটেড ও এস আলম কোল্ড রোলড স্টিলস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।এনভয় টেক্সটাইলকোম্পানিটির বোর্ড সভা আগামীকাল বেলা সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন সমাপ্ত ২০২৩ অর্থবছরের নিরীক্ষিত প্রতেবদন এবং চলতি অর্থবছরের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।সমাপ্ত ২০২৩ অর্থবছরের তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৭৫ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ২ টাকা ১২ পয়সা। গত বছরের ৩১ মার্চ শেষে কোম্পানিটির এনএভিপিএস হয়েছে ৩৯ টাকা ৮৯ পয়সায়।এনভয় টেক্সটাইলস লিমিটেডের পর্ষদ ২০২১-২২ অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডের সুপারিশ করেছে। মূলত কোম্পানির ভেঙে দেয়া পর্ষদ পুনর্গঠন হওয়ার পর আগের সব আর্থিক প্রতিবেদন গত ৯ মে অনুষ্ঠিত সভায় অনুমোদন করা হয়। এতে ২০২১-২২ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ডের সুপারিশ করা হয়েছে। পাশাপাশি সর্বশেষ সমাপ্ত ২০২২-২৩ অর্থবছরের প্রথম তিন প্রান্তিকের (জুলাই-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়েছিল।ইস্টার্ন হাউজিংকোম্পানিটির বোর্ড সভা আগামীকাল বেলা সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় চলতি ২০২৩-২৪ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে।চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির (জুলাই-সেপ্টেম্বর) ইপিএস হয়েছে ১ টাকা ১৮ পয়সা। আগের অর্থবছরের একই প্রান্তিকে যা ছিল ১ টাকা ৪ পয়সা। ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির এনএভিপিএস হয়েছে ৮১ টাকা ২৬ পয়সা।২০২২-২৩ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে ইস্টার্ন হাউজিং। আলোচ্য অর্থবছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৭ টাকা ৩৭ পয়সা। আগের অর্থবছরে যা ছিল ৫ টাকা ৮৮ পয়সা। ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৮০ টাকা ৮ পয়সায়, আগের অর্থবছর শেষে যা ছিল ৭৪ টাকা ৭১ পয়সা।এস আলম কোল্ড রোলড স্টিলসকোম্পানিটির বোর্ড সভা আজ বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় চলতি ২০২৩-২৪ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।৩০ জুন সমাপ্ত ২০২৩ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেবে এস আলম কোল্ড রোলড স্টিলস। আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ৪৯ পয়সা। আগের অর্থবছরে যা ছিল ৬৭ পয়সা।৩০ জুন শেষে এনএভিপিএস দাঁড়িয়েছে ১৮ টাকা ৫৫ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ১৮ টাকা ৫৬ পয়সা।

Share this news