বিকালে আসছে ৮৪ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড-ইপিএস
শেয়ারবাজারে তালিকাভুক্ত ৮৪ প্রতিষ্ঠান সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড এবং ৩০ সেপ্টেম্বর ২০২২ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশের জন্য আজ (১৪ নভেম্বর) বোর্ড সভার করবে। লংকাবাংলা সূত্রে এই তথ্য জানা গেছে।প্রতিষ্ঠানগুলোর নাম ও বোর্ড সভার সময় উল্লেখ করা হলো:আরামিট লিমিটেডের বিকেল চারটায়, আরামিট সিমেন্টের বিকাল ৪ টায়, এল. আর. গ্লোবাল মিউচুয়াল ফান্ডের বিকাল তিনটায়, লুবরেফের বিকাল ৪:০০ টায়, আরডি ফুডের বেলা আড়াইটায়, জেনারেশন নেক্সট এর বিকাল ৩ টায়, ন্যাশনাল ফিড মিলের বিকেল সোয়া চারটায়, আমান কটনের বিকাল সাড়ে চারটায়, আমান ফিডের বিকাল চারটায়, খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং এর বিকাল তিনটায়, প্যাসিফিক ডেনিমসের বিকাল সাড়ে তিনটায়, ফরজুন সুজের বিকাল ৪ টায়, ড্যাফোডিল কম্পিউটারস এর বিকাল সাড়ে তিনটায়, ডেল্টা স্পিনারসের বিকাল তিনটায়, ইনফরমেশন সার্ভিসেস লিমিটেডের বিকাল সাড়ে চারটায়, খুলনা পাওয়ার লিমিটেডের বেলা দুইটাই বিডি কম অনলাইন এর বেলা আড়াইটায়, অলিম্পিক এক্সেসরিজ এর বিকাল ৩ টায়, এডভেন্ট ফার্মার বিকাল তিনটায়, আনোয়ার গ্যালভানাইজিং এর বিকাল তিনটায়, সাফকো স্পিনিং এর বিকাল সাড়ে চারটায়, অরিয়ন ইনফিউশন এর বিকাল সাড়ে তিনটায়, ওরিয়ন ফার্মার বিকাল তিনটায়, তসরিফা ইন্ডাস্ট্রিজের বিকাল পাঁচটায়, বিএফএস থ্রেড এর বিকাল সাড়ে তিনটায়, একমি পেস্টিসাইডের বিকাল সাড়ে তিনটায়, সিমটেক্সের বিকাল সাড়ে চারটায়, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের বিকাল তিনটায়, ড্রাগন সোয়েটারের বিকাল তিনটায়, গোল্ডেন সনের বিকেল সাড়ে চারটায়, পেনিনসুলা হোটেলের বিকাল সাড়ে তিনটায়, শাহজীবাজার পাওয়ারের সন্ধ্যা ছয়টায়, হাওয়েল টেক্সটাইল এর বিকাল সাড়ে চারটায়, ওয়াটা কেমিক্যাল এর বিকেল চারটায়, সিলভা ফার্মার বিকাল সাড়ে তিনটায়, ডেসকোর বিকাল তিনটায়, মোজাফফর হোসেন স্পিনিং এর বিকাল সাড়ে তিনটায়, বিডি থাই অ্যালুমিনিয়ামের বিকাল ৪ টায়, সামিট পাওয়ারের বিকাল তিনটায়, সিভিও পেট্রোকেমিকলের বিকাল সাড়ে তিনটায়, মেঘনা সিমেন্টের বিকাল পৌনে তিনটায়, নাভানা সিএনজি বিকাল ৪ঃ০০ টায়, আফতাব অটোমোবাইলসের বিকাল তিনটায়, ইউনাইটেড পাওয়ার এর বিকাল ৪ টায়, দেশবন্ধু পলিমারের বিকাল তিনটায়, এপেক্স ট্যানারি বিকাল তিনটায়, আলহাজ টেক্সটাইলের বিকাল সাড়ে তিনটায়, ফার্মার এইডের বিকাল তিনটায়, বিকন ফার্মার বিকাল তিনটায়, সায়হাম কটনের বিকাল ৪ টায়, দেশ গার্মেন্টসের বিকেল সাড়ে তিনটায়, জিবিবি পাওয়ার এর বিকাল তিনটায়, রানার অটোমোবাইলসের বেলা আড়াইটায়, তমিজ উদ্দিন টেক্সটাইলের বিকাল সাড়ে তিনটায়, গোল্ডেন হারভেস্টের সন্ধ্যা ছয়টায়, ফাইন ফুডসের বেলা ২:৩৫ টায়, সাভার রিফ্যাক্টরিজের বিকাল তিনটায়, ইফাদ অটোস এর বিকাল সাড়ে তিনটায়, ফার কেমিক্যাল এর বিকাল সাড়ে তিনটায়, এম এল ডাইং এর বিকাল সাড়ে তিনটায়, ডরিন পাওয়ারের বিকাল সাড়ে তিনটায়, বসুন্ধরা পেপারের বিকাল ৪:০০ টায়, মনোস্পুল পেপারের বিকাল তিনটায়, পেপার প্রসেসিং এর বিকাল ৪:০০ টায়, আইটি কনসালটেন্টসের বিকাল তিনটায়, স্কয়ার টেক্সটাইলের বিকেল চারটায়, স্কয়ার ফার্মার বিকাল তিনটায়, কাশেম ইন্ডাস্ট্রিজের বেলা আড়াইটায়, কেডিএস এক্সেসরিজের বিকাল ৪ টায়, প্রাইম টেক্সটাইলের বিকাল তিনটায়, মতিন স্পিনিং এর বিকাল ৪ টায়, এস কে ট্রিমসের বিকাল ৪ টায়, কুইনসাউথ টেক্সটাইলের বিকাল ৪:০০ টায়, বিডি অটোকারের বিকাল ৪ টায়, ইস্টার্ন হাউজিং এর বিকাল সাড়ে তিনটায়, ইউনিক হোটেলের বিকাল ৪ঃ০০ টায়, কনফিডেন্স সিমেন্টের বিকেল তিনটায়, মুন্নু এগ্রো মেশিনারিজের বিকাল তিনটায়, মুন্নু সিরামিক এর বিকাল সোয়া চারটায়, লাভেলো আইসক্রিমের বেলা আড়াইটায়, স্কয়ার নীটের বিকাল তিনটায়, এবং জাহিন টেক্সটাইলের বিকাল চারটায়,প্রতিষ্ঠানগুলোর মধ্যে আরামিট লিমিটেড ও আরামিট সিমেন্ট ডিভিডেন্ডের পাশাপাশি প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং এল. আর. গ্লোবাল মিউচুয়াল ফান্ড ডিভিডেন্ড ঘোষণা করবে।