বিকালে আসছে ৪১ প্রতিষ্ঠানের ইপিএস ও ডিভিডেন্ড

Date: 2022-10-25 17:00:11
বিকালে আসছে ৪১ প্রতিষ্ঠানের ইপিএস ও ডিভিডেন্ড
শেয়ারবাজারে তালিকাভুক্ত আজ বুধবার (২৬ অক্টোবর ২০২২) ৪২ প্রতিষ্ঠান বোর্ড সভার তারিখ রয়েছে। সভায় প্রতিষ্ঠানগুলো বিভিন্ন প্রান্তিকের ইপিএস ও ডিভিডেন্ড ঘোষণা করবে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।আরও পড়ুন:এক নজরে ৬ মিউচুয়াল ফান্ডের আর্থিক প্রতিবেদননিম্নে প্রতিষ্ঠানগুলোর সভার সময় উল্লেখ করা হলো:অগ্রণী ইন্সুরেন্সের বিকাল ৪ টায়, ফার্স্ট ফাইন্যান্সের বিকাল ৪ টায়, কেএন্ডকিউয়ের বেলা ২.৩০ টায়, ঢাকা ব্যাংকের বিকাল ৩ টায়, ডেলটা ব্র্যাক হাউজিংয়ের বিকাল ৪ টায়, ইউনাইটেড ইন্সুরেন্সের বিকাল ৩ টায়, গ্রামীণ-২ মিউচুয়াল ফান্ডের বিকাল ৩ টায়, স্টান্ডার্ড ইন্সুরেন্সের বিকাল ৩ টায়, এশিয়া প্যাসিফিক ইন্সুরেন্সের বিকাল ৩.৩০ টায়, রূপালী ইন্সুরেন্সের বেলা ২.৩০ টায়, রূপালী লাইফ ইন্সুরেন্সের বিকাল ৩ টায়, কন্টিনেন্টাল ইন্সুরেন্সের বিকাল ২.৩০ টায়, ইস্টার্ন ব্যাংকের বিকাল ২.৩০ টায়, সোনালী পেপারের বিকাল ৪.৩০ টায়, এসআইবিএলের বিকাল ২.৪৫ টায়, সিনোবাংলার বিকাল ৩ টায়, রানার অটোর বেলা ২.৩০ টায়, মীর আখতারের বিকাল ৫ টায়, নিটোল ইন্সুরেন্সের বিকাল ৩.৩০ টায়, ইভিন্স টেক্সটাইলের বিকাল ৪ টায়, আর্গন ডেনিমসের বিকাল ৩ টায়, বসুন্ধরা পেপারের বিকাল ৪.৩০ টায়, নাভানা সিএনজির বিকাল ৪ টায়, মুন্নু ফেব্রিক্সের বিকাল ৩.৩০ টায়, আফতাব অটোমোবাইলসের বিকাল ২.৪৫ টায়, ক্রাউন সিমেন্টের বিকাল ৩ টায়, নাহি অ্যালুমিনিয়ামের সন্ধ্যা ৬ টায়, স্টান্ডার্ড সিরামিকের বেলা ২.৩০ টায়, বিবিএস ক্যাবলসের বিকাল ৩.৩০ টায়, ফু-ওয়াং ফুডের বিকাল ৩ টায়, বিবিএসের বিকাল ৪.৩০ টায়, ইসলামিক ফাইন্যান্সের বিকাল ৩ টায়, দেশ গার্মেন্টসের বিকাল ৩ টায়, একমি ল্যাবরেটরিজের বেলা ২.১৫ টায়, ন্যাশনাল পলিমারের বিকাল বিকাল ৪ টায়, সায়হাম টেক্সটাইলের বিকাল ৩ টায়, স্টার এডহেসিভের বিকাল ৩.৩০ টায়, পপুলার লাইফ ইন্সুরেন্সের বিকাল ৩ টায়, এসিআই ফর্মুলেশনের বিকাল ২.৪৫ টায়, এসিআই লিমিটেডের বিকাল ৪ টায় এবং এসকে ট্রিমসের বিকাল ৪ টায় বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

Share this news