বিকালে আসছে ২২ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস

Date: 2023-01-24 16:00:09
বিকালে আসছে ২২ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
শেয়ারবাজারে তালিকাভুক্ত ২২ প্রতিষ্ঠানের আজ বুধবার (২৫ জানুয়ারি) বিকালে বোর্ড সভা অনুষ্ঠিত হবে। সভায় ১ কোম্পানি ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরের আর্থিক জন্য ডিভিডেন্ড এবং বাকি ২১ প্রতিষ্ঠান ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে। লংকাবাংলা সূত্রে এই তথ্য জানা গেছে।কোম্পানিগুলোর বোর্ড সভার সময় উল্লেখ করা হলো:কোম্পানিগুলোর মধ্যে সিঙ্গার বাংলাদেশের বিকাল ৩.১৫টায়, আইসিবিএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ডের বিকাল ৩.৩০টায়, আইসিবি এমপ্লয়িজ মিউচুয়াল ফান্ডের বিকাল ৩.৩০টায়, প্রাইম ফাস্ট আইসিবিএ মিচুয়াল ফান্ডের বিকাল ৩.৩০টায়, ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের বিকাল ৩.৩০টায়, আইসিবি থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ডের বিকাল ৩.৩০টায়, আইএফআইএল মিউচুয়াল ফান্ডের বিকাল ৩.৩০টায়, আইসিবি অগ্রণী ফাস্ট মিউচুয়াল ফান্ডের বিকাল ৩.৩০টায়, আইসিবি সোনালী ফাস্ট মিউচুয়াল ফান্ডের বিকাল ৩.৩০টায়, কপারটেক ইন্ডাস্ট্রিজের সন্ধ্যা ৬.১৫টায়, জাহিন স্পিনিং এর বিকাল ৩টায়, তিতাস গ্যাসের বিকাল ৪.৩০টায়, বিডি ল্যাম্পসের বিকাল ৩টায়, আজিজ পাইপসের বিকাল ৩টায়, ওয়ালটনের বিকাল ৩টায়, বিবিএস ক্যাবলসের বিকাল ৩.৩০টায়, বিবিএস লিমিটেডের বিকাল ৪.৩০টায়, এমবি ফার্মার বিকাল ৩টায়, এডিএন টেলিকমের বিকাল ৩টায়, রেনউইক যজ্ঞেশ্বরের বেলা ২:৩৫ টায় বোর্ড সভা অনুষ্ঠিত হবে।প্রতিষ্ঠানগুলোর মধ্যে শুধুমাত্রসিঙ্গার বাংলাদেশ ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরের আর্থিক জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে।

Share this news