বিকালে আসছে ১১ প্রতিষ্ঠানের ইপিএস
শেয়ারবাজারে তালিকাভুক্ত ১১ প্রতিষ্ঠানের আজ বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বিকালে বোর্ড সভা অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিগুলো ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত বিভিন্ন প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে। লংকাবাংলা সূত্রে এই তথ্য জানা গেছে।কোম্পানিগুলোর বোর্ড সভার সময় উল্লেখ করা হলো:কোম্পানিগুলোর মধ্যে ভিএএমএলবিডি মিউচুয়াল ফান্ডের বিকাল ৩টায়, আলহাজ্বা টেক্সটাইলের বিকাল ৩টায়, ক্রাউন সিমেন্টের বিকাল ৩টায়, নাহি অ্যালুমিনিয়ামের বিকাল ৪টায়, অলিম্পিক এক্সেসরিজের বিকাল ৩টায়, ইনডেক্স এগ্রোর বিকাল ৪টায়, ন্যাশনাল পলিমারের বিকাল ৪টায়, গ্লোবাল হেবি কেমিক্যালের বিকাল ৩টায়, সিনোবাংলার বিকাল ৩টায়, শ্যামপুর সুগারের বেলা ২.৩৫টায়, গ্রামিন-টু মিউচুয়াল ফান্ডের বিকাল ৩.৩০টায় বোর্ড সভা অনুষ্ঠিত হবে।