বিএটিবিসির পর্ষদ সভা আজ

Date: 2023-02-07 16:00:19
বিএটিবিসির পর্ষদ সভা আজ
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের (বিএটিবিসি) পরিচালনা পর্ষদের সভা আজ সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে। সভায় বহুজাতিক কোম্পানিটির সর্বশেষ সমাপ্ত ২০২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পারে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।এরই মধ্যে ২০২২ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-সেপ্টেম্বর) নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ওপর ভিত্তি করে শেয়ারহোল্ডারদের ১০০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে বিএটিবিসি। আলোচ্য হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) কোম্পানিটির মোট আয় হয়েছে ২৬ হাজার ৫৭১ কোটি টাকা, যেখানে আগের হিসাব বছরের একই সময়ে আয় ছিল ২৪ হাজার ৪৪৩ কোটি টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির আয় বেড়েছে ২ হাজার ১২৮ কোটি টাকা বা ৮ দশমিক ৭১ শতাংশ।

Share this news