বিএসসির পর্ষদে আসছে বেক্সিমকো

Date: 2022-11-23 16:00:09
বিএসসির পর্ষদে আসছে বেক্সিমকো
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) পরিচালনা পর্ষদ বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) কে পর্ষদের সদস্য হিসাবে রাখার সিদ্ধান্ত নিয়েছে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র জানায়, বেক্সিমেকার আবেদনের পরিপ্রেক্ষিতে বিএসসি বেক্সিমকোর মোস্তফা জামানুল বাহারকে সদস্য হিসাবে নিয়োগ দেওয়ার প্রস্তাব করেছে। আগামী ১১ ডিসেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) মোস্তফা জামানুল বাহার মনোনীত সদস্য হিসাবে থাকবেন।বেক্সিমকো যদি গত ২৩ নভেম্বর পরযন্ত বিএসইসির ২ শতাংশ শেয়ার ধারণ করে কোম্পানিটির ২০২১-২২ সমাপ্ত হিসাব বছরে ঘোষিত ২০ শতাংশ লভ্যাংশ মুনাফা হিসাবে বিবেচিত হবে।

Share this news