বিএসইসি ভবনের মূল ফটকে তালা

Date: 2024-10-03 01:00:09
বিএসইসি ভবনের মূল ফটকে তালা
আন্দোলনকারী বিনিয়োগকারীরা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ভবনের মূল ফটকে তালা লাগিয়ে দিয়েছেন। বৃহস্পতিবার (০৩ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে তারা তালা লাগান।এর আগে এদিন দুপুর সাড়ে ১২টার দিকে বিনিয়োগকারীরা রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বিএসইসি ভবনের সামনে খন্দকার রাশেদ মাকসুদের পতদ্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করে।এতে বিএসইসি চেয়ারম্যান ভবনের মধ্যে অবরুদ্ধ হয়ে পড়েন। বিনিয়োগকারীদের অবস্থানের কারণে বিএসইসি ভবনের নিরাপত্তায় অতিরিক্ত আইনশৃঙ্খলা সদস্যদের নিয়োগ করা হয়েছে।বিনিয়োগকারীরা তাদের এক দফা দাবি বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগের দাবিতে বিএসইসি ভবনের দুই ফটকে তালা লাগিয়ে দেন।

Share this news