বিএসআরএম স্টিলসের আয় বেড়েছে ২২ শতাংশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বিএসআরএম স্টিলস লিমিটেডের আয় সর্বশেষ সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে আগের বছরের তুলনায় ২২ শতাংশ বেড়েছে। পাশাপাশি এ সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা বেড়েছে ৭ দশমিক ৫৯ শতাংশ। সর্বশেষ সমাপ্ত হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের ঘোষণা দিয়েছে কোম্পানিটির পর্ষদ।সর্বশেষ সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে বিএসআরএম স্টিলসের আয় হয়েছে ৬ হাজার ৭১২ কোটি ১১ লাখ টাকা, যা আগের বছরে ছিল ৫ হাজার ৪৯৮ কোটি ২৯ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৩২৭ কোটি ৮৫ লাখ টাকা, যা আগের হিসাব বছরে ছিল ৩০৪ কোটি ৭১ লাখ টাকা। ২০২১-২২ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা ৭২ পয়সা, যা আগের হিসাব বছরে ছিল ৮ টাকা ১০ পয়সা। এ বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬৮ টাকা ৯৯ পয়সায়। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে এ বছরের ২৮ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় ডিজিটাল প্লাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৩ নভেম্বর।এর আগের ৩০ জুন সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৩০ শতাংশ নগদ চূড়ান্ত লভ্যাংশ দিয়েছে বিএসআরএম স্টিলস। আলোচ্য হিসাব বছরে ১০ শতাংশ অন্তর্বর্তী নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি।