বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৯ কোম্পানির আয় কমেছে

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের ২৩ কোম্পানির মধ্যে প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৩) ৯ কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) কমেছে। কোম্পানিগুলো হলো- ডরিন পাওয়ার, ডেসকো, জিবিবি পাওয়ার, খুলনা পাওয়ার, তিতাস গ্যাস, পাওয়ারগ্রিড, বারাকা পতেঙ্গা পাওয়ার, লুব-রেফ (বাংলাদেশ) এবং ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।ডেসকোকোম্পানিগুলোর মধ্যে সবেচেয়ে বেশি আয় কমেছে ডেসকোর। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩ টাকা ৮২ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ২৯ পয়সা। অর্থাৎ আগের বছরের তুলনায় আয় কমেছে ৪ টাকা ১১ পয়সা।ডরিন পাওয়ারচলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৩) ডরিন পাওয়ারের ইপিএস হয়েছে ১ টাক ৮০ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ১ টাকা ৯৯ পয়সা। অর্থাৎ আগের বছরের তুলনায় আয় কমেছে ১৯ পয়সা।জিবিবি পাওয়ারচলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৩) জিবিবি পাওয়ারের শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩০ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছিল ২৫ পয়সা। অর্থাৎ আগের বছরের তুলনায় আয় কমেছে ৫৫ পয়সা।খুলনা পাওয়ারঅর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৩) খুলনা পাওয়ারের ইপিএস হয়েছে ১৬ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছিল ১ টাকা ৯৭ পয়সা। অর্থাৎ আগের বছরের তুলনায় আয় কমেছে ১ টাকা ১৩ পয়সা।তিতাস গ্যাসচলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৩) তিতাস গ্যাসের ইপিএস হয়েছে ৭ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৩৩ পয়সা। অর্থাৎ আগের বছরের তুলনায় আয় কমেছে ২৬ পয়সা।পাওয়ারগ্রিডচলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৩) পাওয়ারগ্রিডের শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৪২ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ১ টাকা ৪৬ পয়সা। অর্থাৎ আগের বছরের তুলনায় আয় কমেছে ২ টাকা ৮৮ পয়সা।বারাকা পতেঙ্গা পাওয়ারঅর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৩) বারাকা পতেঙ্গা পাওয়ারের শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি লোকসান হয়েছিল ২ টাকা ২৭ পয়সা। অর্থাৎ আগের বছরের তুলনায় আয় কমেছে ২ টাকা ৩১ পয়সা।লুব-রেফ (বাংলাদেশ)প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৩) লুব-রেফের ইপিএস হয়েছে ১৩ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৫৫ পয়সা। অর্থাৎ আগের বছরের তুলনায় আয় কমেছে ২ টাকা ১৯ পয়সা।ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনপ্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৩) ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের ইপিএস হয়েছে ৩১ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৫১ পয়সা। অর্থাৎ আগের বছরের তুলনায় আয় কমেছে ২০ পয়সা।