বিদ্যুৎ বিক্রির প্রথম বিল বিপিডিবিতে জমা দিল আদানি পাওয়ার

বাংলাদেশের কাছে বিদ্যুৎ বিক্রি বাবদ মার্চের বিল (প্রথম বিল) জমা দিয়েছে আদানি পাওয়ার লিমিটেড (এপিএল)। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে (বিপিডিবি) চলতি মাসের প্রথম সপ্তাহে প্রায় ২০ মিলিয়ন (২ কোটি) ডলারের এ বিল জমা দেয়া হয়। বর্তমান বিনিময় হার অনুযায়ী (আন্তঃব্যাংক লেনদেনে প্রতি ডলার=১০৭ টাকা, বাংলাদেশ ব্যাংক) বাংলাদেশী মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় প্রায় ২১৪ কোটি টাকা। আদানিকে এ বিল ডলারেই পরিশোধ করতে হবে বিপিডিবির।বিপিডিবিসংশ্লিষ্ট কয়েকটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। নাম অপ্রকাশিত রাখার শর্তে সংস্থাটির এক কর্মকর্তা জানিয়েছেন, মার্চের বিলটি ছিল পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদনের। সে হিসেবে বিদ্যুৎ সরবরাহ বাবদ আদানির গড্ডা কেন্দ্রের বিল দাঁড়িয়েছে প্রায় ২০ মিলিয়ন ডলারের মতো।গড্ডা থেকে মার্চে পরীক্ষামূলক বিদ্যুৎ আমদানির স্পষ্ট কোনো পরিসংখ্যান পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট একটি সূত্রের তথ্য অনুযায়ী, এক্ষেত্রে প্রতি ইউনিট (কিলোওয়াট/ঘণ্টা) বিদ্যুতের দাম পড়েছে ১১ দশমিক ৪৮ সেন্ট (১২ টাকা ২৮ পয়সা)। এক্ষেত্রে শুধু জ্বালানি বাবদ ব্যয়কেই দাম হিসেবে ধরা হয়েছে। বিদ্যুৎ কেন্দ্রের ক্যাপাসিটি চার্জসহ অন্যান্য খরচ এতে যুক্ত করা হয়নি।প্রসঙ্গত, কোনো বিদ্যুৎ কেন্দ্র থেকে পরীক্ষামূলক বিদ্যুৎ নেয়া হলে সংশ্লিষ্ট বিদ্যুৎ কেন্দ্রটিকে বিপিডিবি শুধু এনার্জি চার্জ বা জ্বালানির মূূল্য পরিশোধ করে থাকে। কেন্দ্রটি বাণিজ্যিকভাবে উৎপাদনে আসার আগ পর্যন্ত বিপিডিবিকে ক্যাপাসিটি চার্জ ও অন্যান্য খরচ বহন করতে হয় না।আদানির গড্ডা বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশে পরীক্ষামূলক বিদ্যুৎ রপ্তানি শুরু করে গত ৯ মার্চ। এর প্রায় এক মাস পর ৭ এপ্রিল গড্ডা বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট বাণিজ্যিক উৎপাদনে আসার বিষয়টি জানিয়ে ভারতীয় স্টক এক্সচেঞ্জকে একটি চিঠি দেয় আদানি পাওয়ার। এ অনুযায়ী, ক্যাপাসিটি চার্জ ও অন্যান্য ব্যয় যোগ করে বিপিডিবিকে বিদ্যুতের বাণিজ্যিক মূল্য পরিশোধ করতে হবে ৭ এপ্রিলের পর থেকে।ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গড্ডায় নির্মিত আদানির বিদ্যুৎ কেন্দ্রটির সক্ষমতা ১ হাজার ৬০০ মেগাওয়াট। কেন্দ্রটি শুধু বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানির জন্যই নির্মাণ করা হয়েছে। বিদ্যুৎ কেন্দ্রটির প্রথম ইউনিটে এখন বাণিজ্যিক উৎপাদন চলছে। বাকি ৮০০ মেগাওয়াট সক্ষমতার ইউনিটেও চলতি বছরের জুনে উৎপাদন শুরুর পরিকল্পনা রয়েছে আদানি গ্রুপের।আদানি পাওয়ার বিদ্যুৎ সরবরাহের জন্য গড্ডা বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশের সীমান্ত পর্যন্ত ১০৬ কিলোমিটার ডেডিকেটেড সঞ্চালন লাইন নির্মাণ করেছে। এ কেন্দ্র থেকে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে বগুড়া সাবস্টেশনে বিদ্যুৎ আসছে। এরপর তা উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে।গড্ডা থেকে বিদ্যুৎ কিনতে ২০১৭ সালের নভেম্বরে এপিএলের পূর্ণ মালিকানাধীন আদানি পাওয়ার (ঝাড়খণ্ড) লিমিটেডের সঙ্গে একটি দীর্ঘমেয়াদি বিদ্যুৎ ক্রয় চুক্তি (পিপিএ) সই করে বিপিডিবি। বর্তমানে ওই চুক্তির ভিত্তিতেই কেন্দ্রটি থেকে বিদ্যুৎ ক্রয় করছে বিপিডিবি।