বিডি ওয়েল্ডিংয়ের শেয়ার নিয়ে খেলছে কারা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিডি ওয়েল্ডিং লিমিটেডের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ছে। অস্তিত্বহীন এ কোম্পানির শেয়ার নিয়ে এক শ্রেণির বিনিয়োগকারী কারসাজি করছে বলে অভিযোগ উঠেছে। তাই কারা এ কোম্পানির শেয়ার নিয়ে কারসাজি করে বিনিয়োগকারীদের ক্ষতি করছে তার সুষ্ঠু তদন্ত করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা।উল্লেখ্য, এর দর বৃদ্ধির পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য রয়েছে কিনা তা ডিএসইর পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছিল।কিন্তু কোম্পানিটি জানিয়েছে শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার পেছনে কোন কারণ নেই।বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ২৪ আগস্ট কোম্পানিটির শেয়ার দর ছিল ২২ টাকা ১০ পয়সা। ১৯ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার দর ৩৩ টাকা ৬০ পয়সায় উন্নীত হয়। এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।