বিডি ল্যাম্পসের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
![বিডি ল্যাম্পসের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত](https://stocknewsbd.s3.ap-southeast-1.amazonaws.com/3818/DB-LAMPS.jpg)
শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বিডি ল্যাম্পসের ৬১ তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার ২০ ডিসেম্বর অনুষ্ঠিত এজিএমে কোম্পানির পরিচালনা পর্ষদ কর্তৃক সুপারিশকৃত ২৭ শতাংশ ডিভিডেন্ড বিনিয়োগকারীরা অনুমোদন করেছেন। এরমধ্যে ২০ শতাংশ ক্যাশ ও সাত শতাংশ বোনাস ডিভিডেন্ড।এজিএমে ৩০ শে জুন ২০২২ অর্থবছরের আর্থিক প্রতিবেদন উপস্থাপন ও অনুমোদন করা হয়।সভায় জানানো হয়, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ইপিএস হয়েছে ৮ টাকা ৭৮ পয়সা। আগের ২০২১ অর্থবছরে কোম্পানিটির ইপিএস ছিল ৫ টাকা ৭৫ পয়সা।এছাড়া, চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সমাপ্ত প্রথম প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৭৭পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ১ টাকা ২৭ পয়সা।কোম্পানির চেয়ারপারসন শাহনাজ রহমানের সভাপতিত্বে এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিমিন রহমান এর সঞ্চালনায় এজিএমটি অনুষ্ঠিত হয়।অন্যান্যের মধ্যে এজিএমে উপস্থিত ছিলেন আশরাদ ওয়ালিউর রহমান, সাযরেহ হক, সাইফুর রহমান, আতিকুর রহমান ও শামসুর রহমান।এছাড়া, স্বতন্ত্র পরিচালক মোঃ হাবিবুর রহমান মোল্লা প্রধান পরিচালন কর্মকর্তা আরশাদ হক, প্রধান অর্থকর্মকর্তা মোঃ শাকিল চৌধুরী, কোম্পানি সচিব মোঃ রুহান মিয়াসহ সাধারণ বিনিয়োগকারীরা অংশ নেন।উল্লেখ্য, বিডি ল্যাম্পস হচ্ছে স্মার্ট এলইডি বাল্ব, টিউবলাইট সহ ট্রান্সলেট লাইটিং পণ্যের অনুমোদিত প্রস্তুতকারক ও পরিবেশক।