বিদেশিদের বিনিয়োগ কমেছে দশ ব্যাংকে

Date: 2022-09-25 23:27:04
বিদেশিদের বিনিয়োগ কমেছে দশ ব্যাংকে
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) তালিকাভুক্ত ৩৩টি ব্যাংকের মধ্যে বিদেশি বিনিয়োগ রয়েছে ২৮টি ব্যাংকে। এই ২৮টি ব্যাংকের মধ্যে আগস্ট মাসে বিদেশিদের বিনিয়োগ কমেছে ১০টি ব্যাংকে। বেড়েছে মাত্র চারটি ব্যাংকে। আর বিদেশি বিনিয়োগ অপরিবর্তিত রয়েছে ১৪টি ব্যাংকের। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, বিদেশি বিনিয়োগ কমা এই ১০টি ব্যাংকের মধ্যে রয়েছে আল আরাফাহ ইসলা‌মি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, এ‌ক্সিম ব্যাংক, ফাস্ট সি‌কিউ‌রি‌টি ইসলা‌মি ব্যাংক, আইএফআই‌সি ব্যাংক, যমুনা ব্যাংক, ওয়ান ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক এবং উত্তরা ব্যাংক লিমিটেড।এই ১০টি ব্যাংকের মধ্যে সর্বোচ্চ ০.৬৩ শতাংশ থেকে সর্বনিন্ম ০.০১ শতাংশ পর্যন্ত বিদেশি বিনিয়োগ কমেছে। এরমধ্যে ব্র্যাক ব্যাংকের সবচেয়ে বেশি বিদেশি বিনিয়োগ কমেছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রিমিয়ার ব্যাংক এবং তৃতীয় অবস্থানে রয়েছে ফার্স্ট সিকিউরিটিজ ইসলামি ব্যাংক লিমিটেড।ব্র্যাক ব্যাংক: জুলাই মাসে কোম্পানিটিতে বিদেশি বিনিয়োগ ছিলো ৩৫.৮৪ শতাংশ। আগস্ট মাসে তা ক‌মে অবস্থান করছে ৩৫.২১ শতাংশে। অর্থাৎ কোম্পানিটিতে বিদেশি বিনিয়োগ ক‌মেছে ০.৬৩ শতাংশ।প্রিমিয়ার ব্যাংক: জুলাই মাসে কোম্পানিটিতে বিদেশি বিনিয়োগ ছিলো ১.৪০ শতাংশ। আগস্ট মাসে তা ক‌মে অবস্থান করছে ১.২৯ শতাংশে। অর্থাৎ কোম্পানিটিতে বিদেশি বিনিয়োগ ক‌মেছে ০.১১ শতাংশ।ফার্স্ট সি‌কিউ‌রি‌টি ইসলা‌মি ব্যাংক: জুলাই মাসে কোম্পানিটিতে বিদেশি বিনিয়োগ ছিলো ১.৫২ শতাংশ। আগস্ট মাসে তা ক‌মে‌ অবস্থান করছে ১.৪৫ শতাংশে। অর্থাৎ কোম্পানিটিতে বিদেশি বিনিয়োগ ক‌মেছে ০.০৭ শতাংশ।এ‌ক্সিম ব্যাংক: জুলাই মাসে কোম্পানিটিতে বিদেশি বিনিয়োগ ছিলো ১.০৬ শতাংশ। আগস্ট মাসে তা ক‌মে অবস্থান করছে ১.০৩ শতাংশে। অর্থাৎ কোম্পানিটিতে বিদেশি বিনিয়োগ ক‌মেছে ০.০৩ শতাংশ।উত্তরা ব্যাংক: জুলাই মাসে কোম্পানিটিতে বিদেশি বিনিয়োগ ছিলো ০.৯৩ শতাংশ। আগস্ট মাসে তা ক‌মে অবস্থান করছে ০.৯০ শতাংশে। অর্থাৎ কোম্পানিটিতে বিদেশি বিনিয়োগ ক‌মেছে ০.০৩ শতাংশ।আল আরাফাহ ইসলা‌মি ব্যাংক: জুলাই মাসে কোম্পানিটিতে বিদেশি বিনিয়োগ ছিলো ০.৫০ শতাংশ। আগস্ট মাসে তা ক‌মে অবস্থান করছে ০.৪৯ শতাংশে। অর্থাৎ কোম্পানিটিতে বিদেশি বিনিয়োগ ক‌মেছে ০.০১ শতাংশ।আইএফআই‌সি ব্যাংক: জুলাই মাসে কোম্পানিটিতে বিদেশি বিনিয়োগ ছিলো ০.৯৪ শতাংশ। আগস্ট মাসে তা ক‌মে অবস্থান করছে ০.৯৩ শতাংশে। অর্থাৎ কোম্পানিটিতে বিদেশি বিনিয়োগ ক‌মেছে ০.০১ শতাংশ।যমুনা ব্যাংক: জুলাই মাসে কোম্পানিটিতে বিদেশি বিনিয়োগ ছিলো ০.৫১ শতাংশ। আগস্ট মাসে তা ক‌মে অবস্থান করছে ০.৫০ শতাংশে। অর্থাৎ কোম্পানিটিতে বিদেশি বিনিয়োগ ক‌মেছে ০.০১ শতাংশ।ওয়ান ব্যাংক: জুলাই মাসে কোম্পানিটিতে বিদেশি বিনিয়োগ ছিলো ০.২৩ শতাংশ। আগস্ট মাসে তা ক‌মে অবস্থান করছে ০.২২ শতাংশে। অর্থাৎ কোম্পানিটিতে বিদেশি বিনিয়োগ ক‌মেছে ০.০১ শতাংশ।স্ট্যান্ডার্ড ব্যাংক: জুলাই মাসে কোম্পানিটিতে বিদেশি বিনিয়োগ ছিলো ০.৪০ শতাংশ। আগস্ট মাসে তা ক‌মে অবস্থান করছে ০.৩৯ শতাংশে। অর্থাৎ কোম্পানিটিতে বিদেশি বিনিয়োগ ক‌মেছে ০.০১ শতাংশ।বিদেশি বিনিয়োগ বৃদ্ধি পাওয়া চার ব্যাংক:এই চার ভ্যাংকের মধ্যে রয়েছে সিটি ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, এনসিসি ব্যাংক এবং সাউথইস্ট ব্যাংক লিমিটেড।সাউথ ইস্ট ব্যাংক: জুলাই মাসে কোম্পানিটিতে বিদেশি বিনিয়োগ ছিলো ১.৩৪ শতাংশ। আগস্ট মাসে তা বেড়ে অবস্থান করছে ১.৪১ শতাংশে। অর্থাৎ কোম্পানিটিতে বিদেশি বিনিয়োগ বেড়েছে ০.০৭ শতাংশ।এন‌সি‌সি ব্যাংক: জুলাই মাসে কোম্পানিটিতে বিদেশি বিনিয়োগ ছিলো ০.৪৭ শতাংশ। আগস্ট মাসে তা বেড়ে অবস্থান করছে ০.৫২ শতাংশে। অর্থাৎ কোম্পানিটিতে বিদেশি বিনিয়োগ বেড়েছে ০.০৫ শতাংশ।সি‌টি ব্যাংক: জুলাই মাসে কোম্পানিটিতে বিদেশি বিনিয়োগ ছিলো ৪.৭৬ শতাংশ। আগস্ট মাসে তা বেড়ে অবস্থান করছে ৪.৭৭ শতাংশে। অর্থাৎ কোম্পানিটিতে বিদেশি বিনিয়োগ বেড়েছে ০.০১ শতাংশ।মা‌র্কেন্টাইল ব্যাংক: জুলাই মাসে কোম্পানিটিতে বিদেশি বিনিয়োগ ছিলো ৪ শতাংশ। আগস্ট মাসে তা বে‌ড়ে অবস্থান করছে ৪.০১ শতাংশে। অর্থাৎ কোম্পানিটিতে বিদেশি বিনিয়োগ বে‌ড়েছে ০.০১ শতাংশ।বিদেশি বিনিয়োগ অপরিবর্তিত রয়েছে ১৪টি ব্যাংকের। এই ১৪টি ব্যাংকের মধ্যে রয়েছে এ‌বি ব্যাংক, বাংক এ‌শিয়া, ডাচ বাংলা ব্যাংক, ইস্টার্ণ ব্যাংক, ইসলা‌মি ব্যাংক, ‌মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, ন্যাশনাল ব্যাংক,প্রাইম ব্যাংক, পূবালী ব্যাংক, শাহজালাল ইসলা‌মি ব্যাংক, স্যোসাল ইসলা‌মি ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ইউ‌সি‌বি এবং ইউ‌নিয়ন ব্যাংক লিমিটেড।

Share this news