বিদেশি বিনিয়োগ কমেছে ৭ কোম্পানিতে

গতআগস্ট মাসে শেয়ারবাজারে তালিকাভুক্ত সাত কোম্পানিতে বিদেশিদের বিনিয়োগ কমেছে। কোম্পানিগুলো হলো-বেক্সিমকো ফার্মা, ডিবিএইচ, ম্যারিকো, প্রিমিয়ার ব্যাংক, রেনেটা, সিঙ্গার ও সাউথইস্ট ব্যাংক। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও আমার স্টক সূত্রে এই তথ্য জানা গেছে।বেক্সিমকো ফার্মা৩১ জুলাই, ২০২৪ বেক্সিমকো ফার্মায় বিদেশি বিনিয়োগ ছিল ২৭.৯২ শতাংশ। যা ৩০ আগস্ট, ২০২৪ কমে দাঁড়িয়েছে ২৭.৪০ শতাংশে। এতে দেখা যায়, আগস্ট মাসে কোম্পানিটিতে বিদেশি বিনিয়োগ কমেছে ০.৫২ শতাংশ।ডিবিএইচ৩১ জুলাই, ২০২৪ ডেল্টা-ব্র্যাক হাউজিং- ডিবিএইচে বিদেশি বিনিয়োগ ছিল ৪.৩৭ শতাংশ। যা ৩০ আগস্ট, ২০২৪ কমে দাঁড়িয়েছে ৩.৭৪ শতাংশে। এতে দেখা যায়, আগস্ট মাসে কোম্পানিটিতে বিদেশি বিনিয়োগ কমেছে ০.৬৩ শতাংশ।ম্যারিকো৩১ জুলাই, ২০২৪ ম্যারিকোতে বিদেশি বিনিয়োগ ছিল ১.৬৪ শতাংশ। যা ৩০ আগস্ট, ২০২৪ কমে দাঁড়িয়েছে ১.১৪ শতাংশে। এতে দেখা যায়, আগস্ট মাসে কোম্পানিটিতে বিদেশি বিনিয়োগ কমেছে ০.৫০ শতাংশ।প্রিমিয়ার ব্যাংক৩১ জুলাই, ২০২৪ প্রিমিয়ার ব্যাংকে বিদেশি বিনিয়োগ ছিল ০.৬০ শতাংশ। যা ৩০ আগস্ট, ২০২৪ কমে দাঁড়িয়েছে ০.৩৯ শতাংশে। এতে দেখা যায়, আগস্ট মাসে কোম্পানিটিতে বিদেশি বিনিয়োগ কমেছে ০.২১ শতাংশ।রেনেটা৩১ জুলাই, ২০২৪ রেনেটায় বিদেশি বিনিয়োগ ছিল ২১.৭৯ শতাংশ। যা ৩০ আগস্ট, ২০২৪ কমে দাঁড়িয়েছে ২১.৪১ শতাংশে। এতে দেখা যায়, আগস্ট মাসে কোম্পানিটিতে বিদেশি বিনিয়োগ কমেছে ০.৩৮ শতাংশ।সিঙ্গার৩১ জুলাই, ২০২৪ সিঙ্গার বাংলাদেশে বিদেশি বিনিয়োগ ছিল ১.৪৭ শতাংশ। যা ৩০ আগস্ট, ২০২৪ কমে দাঁড়িয়েছে ১.৩৫ শতাংশে। এতে দেখা যায়, আগস্ট মাসে কোম্পানিটিতে বিদেশি বিনিয়োগ কমেছে ০.১২ শতাংশ।সাউথইস্ট ব্যাংক৩১ জুলাই, ২০২৪ সাউথইস্ট ব্যাংকে বিদেশি বিনিয়োগ ছিল ১.০৪ শতাংশ। যা ৩০ আগস্ট, ২০২৪ কমে দাঁড়িয়েছে ০.৯১ শতাংশে। এতে দেখা যায়, আগস্ট মাসে কোম্পানিটিতে বিদেশি বিনিয়োগ কমেছে ০.১৩ শতাংশ।