বিদায়ী সপ্তাহে বিনিয়োগকারীরা হারালো সাড়ে চার হাজার কোটি টাকা

Date: 2022-11-18 00:00:10
বিদায়ী সপ্তাহে বিনিয়োগকারীরা হারালো সাড়ে চার হাজার কোটি টাকা
বিদায়ী সপ্তাহ (১৩ থেকে ১৭ নভেম্বর) পতন হয়েছে দেশের শেয়ারবাজারে। সপ্তাহটিতে শেয়ারবাজারের সব সূচক কমেছে। সূচক কমলেও টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। সপ্তাহটিতে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। আর সপ্তাহটিতে শেয়ারবাজারে সাড়ে চার হাজার কোটি টাকা বাজার মূলধন কমেছে।বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৭১ হাজার ৫৫৬ কোটি ০২ লাখ ২৯ হাজার ৭৮৭ টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৭ লাখ ৬৭ হাজার ০৭৯ কোটি ৯৯ লাখ ১০ হাজার ৩১১ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন চার হাজার ৪৭৬ কোটি ০৩ লাখ ১৯ হাজার ৪৭৬ টাকা কমেছে।বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তিন হাজার ২০ কোটি ০১ লাখ ৮৪ হাজার ০০৬ টাকার লেনদেন হয়েছে। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল পাঁচ হাজার ৮২২ কোটি ৩০ লাখ ৭৬ হাজার ১৮৩ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেনে দুই ৮০২ কোটি ২৮ লাখ ২৯ হাজার ১৭৭ টাকা কমেছে।সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮৭.৭৭ পয়েন্ট বা ১.৩৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬ হাজার ২৬৫.৯৯ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ২০.৮৫ পয়েন্ট বা ১.৫১ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৩৬.০৬ পয়েন্ট বা ১.৬১ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৬৪.১৮ পয়েন্টে এবং দুই হাজার ১৯৯.৯১ পয়েন্টে।বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৫টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৪৪টির বা ১১.৪৩ শতাংশের, কমেছে ৭৬টির বা ১৯.৭৪ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ২৬৫টির বা ৬৮.৮৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর।অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৫৬ কোটি ৪০ লাখ ৬২ হাজার ৫৪০ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১১৪ কোটি ৫৭ লাখ ৮৯ হাজার ০০৪ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন ৫৮ কোটি ১৭ লাখ ২৬ হাজার ৪৬৪ টাকা কমেছে।সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৭০.০৮ পয়েন্ট বা ১.৪৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪৯২.৯৮ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ১৬২.৯৭ পয়েন্ট বা ১.৪৪ শতাংশ, ডিএসই-৩০ সূচক ৯৮.৩৮ পয়েন্ট বা ০.৭৩ শতাংশ, সিএসই-৫০ সূচক ১৭.৩৪ পয়েন্ট বা ১.২৯ শতাংশ এবং সিএসআই সূচক ২৪.৫৩ পয়েন্ট বা ২.০৬ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ০৮১.৬৩ পয়েন্টে, ১৩ হাজার ২৪৪.১৯ পয়েন্টে, এক হাজার ৩২২.৩৩ পয়েন্টে এবং এক হাজার ১৬৭.২২ পয়েন্টে। পয়েন্টে।সপ্তাহজুড়ে সিএসইতে ২৭৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৩২টির বা ১১.৫১ শতাংশের দর বেড়েছে, ৭৪টির বা ২৬.৬২ শতাংশের কমেছে এবং ১৭২টির বা ৬১.৮৭ শতাংশের দর অপরিবর্তিত রয়েছে।

Share this news