বিবিএস কেবলসের ইপিএস কমেছে ৮৯ শতাংশ

Date: 2022-11-11 16:00:13
বিবিএস কেবলসের ইপিএস কমেছে ৮৯ শতাংশ
চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) আগের হিসাব বছরের একই সময়ে তুলনায় শেয়ারপ্রতি আয় (ইপিএস) উল্লেখযোগ্য হারে কমেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিএস কেবলস লিমিটেডের। এক বছরের ব্যবধানে কোম্পানিটির ইপিএস কমেছে প্রায় ৮৯ শতাংশ। প্রকৌশল খাতের কোম্পানিটির সর্বশেষ প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।প্রতিবেদন অনুসারে, ২০২২-২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিকে বিবিএস কেবলসের ইপিএস হয়েছে ১৫ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৩২ পয়সা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির ইপিএস কমেছে ১ টাকা ১৭ পয়সা বা ৮৮ দশমিক ৬৪ শতাংশ। এ বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৫ টাকা ১০ পয়সায়।সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য মোট ১৩ শতাংশ লভ্যাংশের সুপারিশ করেছে বিবিএস কেবলসের পর্ষদ। এর মধ্যে ৮ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে। ঘোষিত লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে এ বছরের ২২ ডিসেম্বর বেলা ১১টায় ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে কোম্পানিটি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ নভেম্বর।

Share this news