বিআরইবি থেকে এনওএ পেয়েছে বিবিএস কেবলস

Date: 2023-05-17 17:00:35
বিআরইবি থেকে এনওএ পেয়েছে বিবিএস কেবলস
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিবিএস কেবলস বাংলাদেশ রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড “নোটিফিকেশন অব অ্যাওয়ার্ড” (এনওএ) পেয়েছে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র জানায়, কোম্পানিটি বিআরইবির প্রকিউরমেন্ট বিভাগের অধীনে ওয়ার অ্যান্ড বেয়ার কন্টডাক্টর সরবরাহের জন্য চুক্তি করেছে। বিআরইবির সাথে কোম্পানিটির মোট ৫১ কোটি ৭৬ লাখ ২১ হাজার ৬৯৯ টাকার চুক্তি হয়েছে।চুক্তি অনুযায়ী বিবিএস কেবলসের আগামী ২৮ দিনের মধ্যে চুক্তি কারযকর হবে।

Share this news