বিআইসিএমের ‘শুদ্ধাচার পুরস্কার ২০২১-২২’ প্রদান

বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) ‘শুদ্ধাচার পুরস্কার ২০২১-২২’ গত বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির মাল্টিপারপাস হলে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে প্রদান করা হয়েছে। মোট তিন ক্যাটাগরিতে বিআইসিএমের কর্মীদের হাতে এ পুরস্কার প্রদান করা হয়। বিআইসিএমের নির্বাহী প্রেসিডেন্ট ড. মাহমুদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব অমল কৃষ্ণ মণ্ডল।